চতুর্থ অঙ্ক । ꬃው যুদ্ধ হচ্ছিল, এমন সময়ে আমার মৃঢ় সৈন্যগণ আমার আজ্ঞার বিপরীতে, পুরুরাজকে আহত কল্পে। সমস্ত সৈন্তের সহিত তিনি যদিও এখন পরাজিত হয়েছেন, কিন্তু এতে র্তাব গৌরবের কিছুমাত্র হ্রাস হয় নি। ঐলবিলা। হ্রাস কি, তার গৌরব বরং এতে আবও বৃদ্ধি হয়েছে। কিন্তু আপনি কি তাকে এইরূপ অন্তায় যুদ্ধে নিহত ক’রে কিছুমাত্র গৌরব অর্জন কন্তে পাল্লেন ? আপনি জয়লাভ করেছেন, এই ব’লে মনকে প্রবোধ দিন । কিন্তু আপনি এ বেশ জানবেন যে, সেই কাপুরুষ, পুরুষাধম তক্ষশীলও মনে মনে আপনার বিজয়ী নামে সন্দেহ কচে । সেকন্দব । বাজকুমলি ! আপনি যেরূপ মনোবেদনা পেয়েছেন, তাতে আমার প্রতি আপনাব কোপ প্রকাশ করাই স্বাভাবিক। এ জন্য আপনাকে আমি দোষ দেব না । কিন্তু দেখুন, আমি অগ্রে গুরুরাজের সহিত সন্ধি স্থাপন কববার জন্য দূত প্রেবণ করেছিলেম, কিন্তু তিনি আমার প্রস্তাব অগ্রাহ ক’রে, আপনার বিপদ আপনিই আহ্বান করেন। কিন্তু অবশ্য এ আপনার মানতে হবে— ঐলবিলা। আমাকে আপনি কি মানতে বলছেন ? আচ্ছা আমি মানলেম যে আপনি পৃবিজয়ী, আপনি অজেয়, আপনার কিছুই অসাধ্য নেই। মনে করুন আমি এ সকলি মানলেম । কিন্তু এত দেশ জয় ক’রে, এত রাজা বিনষ্ট ক’রে, এত মনুষ্যের রক্তপাত ক’রে ও কি আপনার শোণিত-পিপাসার শান্তি হয় নি ? পুরবাজ আপনার
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।