어) পুরু-বিক্ৰম নটক । কি অনিষ্ট করেছিলেন ? আপনি এখানে না এলে আমরা কুজনে পরম সুখে জীবন যাপন কত্তে পারতেম। আমাদের হৃদয়ে হৃদয়ে যে সুকোমল গ্রন্থিট ছিল, সেট ছিন্ন করৰার জন্যই কি আপনি এত দেশ অতিক্রম ক'বে এথানে এসেছিলেন ? অন্ত লোকে আপনাকে যাই মনে ককক, আমি আপনাকে পররাজাপহারী নিষ্ঠুব দস্থ্য বই আর কিছুই জ্ঞান কবিনে । সেকন্দর। রাজকুমারি । আমার বেশ বোধ হচ্চে, আপনি ইচ্ছা কচ্চেন যে আমি আপনার কটুক্তি শ্রবণ করে, ক্রোধে প্রজ্বলিত হয়ে আমিও আপনার প্রতি কটুকটব্য প্রয়োগ করব। কিন্তু না, তা মনে করবেন না। সেকন্দরস পৃথিবীকে নিগ্রহ কন্তে পারেন, কিন্তু তিনি অবলা রমণীব মনে কখনই কষ্ট দিতে ইচ্ছা কবেন না। আপনি হৃদয়ে অত্যন্ত আঘাত পেযেছেন, আপনাব দুঃখের যথেষ্ট কারণও আছে । কিন্তু রাজকুমারি । সকলই দৈবের অধীন। গত বিষয়েল জন্য বৃথা কেন শোক কচ্চেন ? আর্মি জানি, পুকবাজ আপনাব প্রতি যেরূপ অমুরাগী আর একজন রাজকুমারও আপনার প্রতি তদপেক্ষ অধিক অম্বুবাগ আছেন, রাজ তক্ষশীল আপনার GJ - ঐলবিলা। কি ! সেই বিশ্বাসঘাতক, কাপুরুষ, নবাধম —- সেকন্যব। আপনি তার উপর কেন এত রুষ্ট হয়েছেন ? তিনি আপনার প্রতি অত্যন্ত অমুরাগী। তার সঙ্গে মিলিত হয়ে সুখে দুজনে রাজ্যভোগ করুন। এই যে রাজ তক্ষশীল এইদিকেই আস্চেল।
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।