চতুর্থ অঙ্ক । ११ তিনি আপনার মনোগত ভাব স্বয়ং আপনার নিকট ব্যক্ত করুন, আমি চল্লেম । ( সেকন্দরসার প্রস্থান । ) তক্ষশীলের প্রপেশ । ঐলবিলা। এই যে ক্ষত্ৰিয়কুল-প্রদীপ, ভাবতভূমির গৌরবম্বৰ্য্য, মহাবীর মহারাজ তক্ষশীল –আপনি এখানে কি মনে ক’রে ? আপনি যান, বিজয়ী যবনরাজের জয় ঘোযণা করুন গে, আপনার প্রভুর পদসেবা করুন গে, এখানে কেন বৃথা সময় নষ্ট কত্তে এসেছেন ? তক্ষশীল। আমাকে আর গঞ্জনা দেবেন না। আমার প্রতি অত নিৰ্দ্দয় হবেন না, আমাকে যা আপনি কত্ত্বে বলবেন, তাই আমি কচ্চি। আমি আপনারই আজ্ঞামুক্ত দাস । - ঐলবিলা। আমাকে সন্তুষ্ট কবৃবার যদি আপনার ইচ্ছা থাকে, তা হলে আমি যেরূপ যবনরাজকে ঘৃণা করি, আপনিও তেমনি তাকে ঘুণা করুন। যবনসৈন্যদের বিকদ্ধে এখনি যাত্রা করুন। যবন-শোণিতে ভারতভূমি প্লাবিত করুন,–মাতৃভূমিকে উদ্ধার করুন,—জয় লাভ করুন,—বণক্ষেত্রে প্রাণ পৰ্যন্ত বিসর্জন করুন। তক্ষশীল। রাজকুমারি! এত করেও কি আপনার হৃদয়লাভ কত্তে সমর্থ হব ? ঐলবিলা। আমি এই পর্যন্ত বলতে পারি, তা হলে আমার নিকট আপনি ঘৃণাস্পদ হবেন না। দেখুন, পুকরাজ নেই, তবু তার সৈন্ত
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।