Գb- পুরুবিক্রম নাটক । গণের উৎসাহ কমেনি ; এমন কি আপনার সৈন্তগণও যবন-বিরুদ্ধে যুদ্ধ কত্তে উৎসুক হয়েছে। আপনি তাদের যুদ্ধে নিয়ে যান, তাদিগকে উৎসাহ প্রদান করুন, - পুরুরাজের স্থলাভিষিক্ত হউন,—দেশের মুখ উজ্জ্বল করুন,-ক্ষত্রিয়কুলের নাম রাখুন।—কি!—চুপ ক’বে রয়েছেন যে ? আপনার কাছে তবে কি আমি এতক্ষণ বৃথা বাক্য ব্যয় কল্লেম? যান- তবে আপনি দাসত্ব করুন গে—আপনার প্রভূব পদসেবা করুন গে,—এখানে কেন আমাকে ত্যক্ত বত্তে এসেছেন ? তক্ষশীল। আপনি জানেন,—আপনি এখন আমার হাতে আছেন ? ঐলবিলা। আমি জানি, আপনি আমার শরীরকে বন্দি কবে, ছেন ; কিন্তু আমার হৃদয়কে আপনি কখনই বন্দি কন্তে পাববেন না। আপনি হাজার আমাকে ভয় দেখান, আমি তাতে ভীত নই। আমাকে কেন ত্যক্ত কচ্চেন ? (ঐলবিলার প্রস্থান । ) তক্ষশীল। রাজকুমারি । আমাকে মার্জন করুন, যাবেন না, যাবেন না | অম্বালিকার প্রবেশ । অম্বালিকা। কেন মহাবাজ ! আপনি ঐ কুহকিনীর আশায় এখনও রয়েছেন? ওকে আপনার মন থেকে একেবারে দূর করে দিন । ওর জন্তু আমাদের ভারি জালাতন হ’তে হচ্চে।
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।