পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । b-9 পত্র । “প্ৰাণেশ্বর । তৃষিত চাতকিনীর ন্যায় আপনার পথ চেয়ে আমি এখানে রয়েছি, আপনি যুদ্ধক্ষেত্র হতে এখনও ফিরে আসক্টিন না দেখে, আমার মন বড়ই উদ্বিগ্ন হয়েছে, দেখা দিয়ে অধিনীর উদ্বেগ দূর করুন। - আপনারি প্রেমাকাক্তিক্ষণী— ঐলবিলা ।” “প্ৰাণেশ্বর ”—"প্ৰাণেশ্বর " আ !—কি মধুর সম্বোধন ! আমার শরীরের যন্ত্রণা এখন আর যেন যন্ত্রণাই ব’লে বোধ হচ্চে না । এখন যেন আমি আবার নূতন বলে বলী হলেম। আ!—প্রেমের কি আশ্চৰ্য্য মৃত সঞ্জীবনী শক্তি ! ( পুনরায় পত্র পাঠ। ) “চাতকিনীর হায় আপনার পথ চেয়ে এখানে রয়েছি,” এর অর্থ কি ?—র্তারই তো এখানে আস্থার কথা ছিল, আমার সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবার তো কোন কথা ছিল না, তবে কেন তিনি আমার প্রতীক্ষা কচ্চেন, বুঝতে পাচ্চিনে। তবে বোধ হয় কোন কারণ বশতঃ তিনি এপানে আসতে পারেন নি, কিন্তু তা হ’লেও তো কারণটা তিনি পত্রে উল্লেখ কৰ্ত্তেন। এর তো আমি কিছুই বুঝতে পাচ্চিনে । যাই হোক, তার অদর্শনে তার সুধাময় হস্তাক্ষরই এখন আমার জীবন। এই রোগ-শয্যায় তার পরই একমাত্র ঔষধি। আর একবার প এ পুষ্ট দশন ) {