৯০ পুরু-বিক্রম নাটক । আমার এত ভয় হচ্ছে। শত্রু পরাজিত হলেই আপনি কে বন্ধ জ্ঞান করেন ও তার প্রতি অনুগ্রহ প্রকাশ করেন। সেকন্দর। না—পুকবাজ আমার নিকট হ’তে এখন আর কোন অনুগ্রহ প্রত্যাশ কত্তে পারেন না। আমি তার সঙ্গে প্রথমে সন্ধি কববার জন্য চেষ্টা করেছিলেম, কিন্তু তার এত দূর স্পৰ্দ্ধা যে, আমার বন্ধুত্ব অগ্রাহ্য ক’বে, তিনি আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ কল্পেন! আমি এখন পৃথিবীর যাবতীয় লোককে দৃষ্টান্ত স্বরূপ এই দেখাতে চাই যে যে সেকন্দরসার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তবে অবশেষে কি দুর্দশ উপস্থিত হয়। আর বিশেষতঃ যখন রাজকুমাবি! আপনি পুবরাজের প্রতি প্রসন্ন নন— অম্বালিকা। রাজকুমাব ! আমি পুরাজের উপব ক্রুদ্ধ নই ; তার দুর্দশ দেখে ববং অমাব দুঃখ হচ্চে । তিনি আমাদের দেশের একজন বলবান রাজা ছিলেন। আমি কেবল এই আশঙ্কা কচি যে, পুকবাজ বেঁচে থাকৃতে আমার ভাই কখনই সুখী হ’তে পাবেন না ও আমিও সুখী হ’তে পাব না । পুরুবাজ বেঁচে থাকতে ঐ লবিলা কখনই আমার ভাইকে তার সদস প্রদান করবে না। তিনি ঐলবিলার প্রেমে বঞ্চিত হ’লে আমাকে বলবেন যে আমার জন্যই তার এরূপ দুৰ্দ্দশা উপস্থিত হয়েছে। আমার প্রতি তার তপন একেবাবে জাতক্রোধ হ’য়ে উঠবে! রাজকুমার! আপনি তে৷ গাঙ্গ্যে দেশ সকল জ্য করবার জন্ত শীঘ্রই যাত্রা করবেন। আপনি যখন এগান থেকে চলে যাবেন, তখন আমাকে কে রক্ষা কবলে ?
পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।