পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ পুরোহিত-দর্পণ । ১ম খণ্ড । ওঁ উত্তমে শিখরে দেবি ভূম্যাং পৰ্ব্বতযুদ্ধনি। ব্রাহ্মণৈরভ্যমুজ্ঞাতা গচ্ছ দেবি যথাসুখম্। ബ്- - অতঃপর তর্পণাধিকারী ব্যক্তিগণ তৰ্পণ করিয়া সূৰ্য্যাৰ্য্য দান ও স্বৰ্য্য প্রণাম করিবে । তৰ্পণে অধিকার না থাকিলে তৰ্পণ না করিয়া স্বৰ্য্যার্ঘ্য দিবে l স্বৰ্য্যার্ঘ্য মন্ত্ৰ—ওঁ নমো বিবস্বতে ব্ৰহ্মন ভাস্বতে বিষ্ণুতেজসে। জগৎসবিত্রে শুচয়ে সবিত্রে কৰ্ম্মদায়িনে ॥ এহি সূৰ্য্য সহস্রাংশে তেজোরাশে জগৎপতে । অকুকম্পায় মাং ভক্তং গৃহাণাৰ্য্যং দিবাকর। পরে প্রণাম করিবে । অনস্তর ব্ৰহ্মযজ্ঞ করিবে । ঋগ্বেদী ব্রহ্মযজ্ঞ সমস্তই সামবেদীর ন্যায় করিতে হয় । তান্ত্রিক-সন্ধ্যাপদ্ধতি । 帕 স্ত্রী, শূদ্রাদি সকলেরই তান্ত্রিক সন্ধ্যায় অধিকাব আছে। দীক্ষিত মাত্রেরই ইহা অবশু কৰ্ত্তব্য । ব্রাহ্মণগণ বৈদিক সন্ধ্যোপাসনাদি সমাপন করিয়া পরে তান্ত্রিক সন্ধ্যা করিবে । সন্ধ্যাকাল উত্তীর্ণ হইলে দশবার দেবতার গায়ন্ত্রী জপ করিয়া সন্ধ্যা করিবে । পৰ্ব্বাহাদিতেও তান্ত্রিক সন্ধ্যা নিষিদ্ধ নহে । আচমন—“ওঁ আত্মতত্ত্বীয় স্বাহা, ওঁ বিদ্যাতত্বায় স্বাহা, ওঁ শিবতত্ত্বায় স্বাহা এই মন্ত্রে তিনবার জল পান করতঃ মুখ প্রভৃতি স্পর্শ করিয়া আচমন পুৰ্ব্বক “গঙ্গে চ” মন্থে অঙ্কুশমুদ্রা দ্বারা জলগুদ্ধি করিয়া ধেনুমুদ্রা প্রদর্শনপূর্বক মূলমন্ত্র অন্যের অশ্রুততাবে উচ্চারণ করিয়া তত্ত্বমুদ্রা • যোগে তিনবার ভূমিতে, সাতবার মস্তকে জলের ছিটা দিবে। অনন্তর মূলমন্ত্রে প্রাণায়াম ও অঙ্গন্যাস করিয়া বামহস্ততলে একটু জল লইয়া দক্ষিগৃহস্তদ্বারা আচ্ছাদনপূর্বক "হং যং রং লং বং” মন্ত্র তদুপরি তিনবার জপ করিবে। তৎপরে মূলমন্ত্র উচ্চারণ করিয়া বামহস্তের অঙ্গুলিচ্ছিত্রপথে গলিত ঐ জল তত্বযুদ্রাদ্বারা সাতবার বিন্দু বিন্দু নিজ মস্তকে দিবে এবং বামহস্তের অবশিষ্ট জল দক্ষিণহস্তে लॅझ्झां উহাকে তেজোময় চিন্তা করতঃ বামনাসিকাদ্বারা আকর্ষণ করিয়া দেহের পাপ জলে মিলিত ও তৎসম্মিলনে ঐ জল কৃষ্ণবর্ণ হইয়াছে, এইরূপ ভাবনা করিয়া দক্ষিণনাসিকপথে ঐ জল SS DDDDStBBDDD BDDD DDD DDDS C DDDDS DDDD DDDHHH अधू*ाष्ट्रनिद्र अबडां* cदां* कब्रिरण ठख्यूजा रब्र। -