পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४ग ४७ । বিবিধ । ᎼᎼ☾ বীত রাখিয়া দৈবতীর্থে খতিৰ্পণ এবং দক্ষিণস্কন্ধে যজ্ঞোপবীত রাখিয়া দক্ষিণাতিমুখে পিতৃতীর্থে পিতৃতর্পণ করিবে । 曹 বিধিপূৰ্ব্বক তিলকধারণ করতঃ পিতৃগণ, দেবগণ ও মনুষ্যদিগের তর্পণ করিবে । নাভি পর্য্যন্ত জলে দাড়াইয়া উৰ্দ্ধদৃষ্টি হইয়া চিন্তা করিবে যে, পিতৃগণ আগমন করুন এবং মৎপ্রদত্ত জলাঞ্জলি গ্রহণ করুন। এক এক ব্যক্তির নামে তিন তিন অঙ্গলি জল দান করিতে হয়। তৰ্পণজল ফেলিতে কুইলে কুশাস্তরণে নিক্ষেপ করিবে, কদাচ কোন পাত্রে বা মাটিতে তর্পণের জল ফেলিবে না । শুক্লবস্ত্র পরিয়া তৰ্পণ করা বিধি । দর্শস্নানং গয়াশ্রাদ্ধং তিলতর্পণমেব চ। ন জীবৎপিতৃকো ভূপ কুৰ্য্যাৎ কৃত্বাঘমাপ্ল ৎ ॥ যাহার পিতা জীবিত আছে, তাহার অমাবস্তাস্বান, গয়াশ্রাদ্ধ ও তিল তর্পণে অধিকার নাই। কিন্তু প্রেতশ্রাদ্ধে তিল তর্পণ করিতে পারে। সংক্রান্ত্যাং নিশি সপ্তম্যাং রবিশুক্রদিনে তথা । শ্ৰাদ্ধজন্মদিনে চৈব ন কুৰ্য্যাত্তিলতর্পণম্ ॥ ংক্রাস্তি, রাত্রিকাল, সপ্তমী তিথি, রবি ও শুক্রবার, শ্রাদ্ধদিনে এবং জন্মদিনে তিলতর্পণ করিবে না । ইহা সামান্ত বিধি । কিন্তু নিম্নোক্ত বিশেষ বিধি অনুসারে নিষিদ্ধ দিনেও তিল তর্পণ করা যায়, যথা— অয়নে বিষুবে চৈব সংক্রান্ত্যাং গ্রহণেষু চ । উপাকৰ্ম্মণি চোৎসর্গে যুগাদে মুতবাসরে । সূৰ্য্যশুক্রাদিবারেহপি ন দোষস্তিলতর্পণে । তীর্থে তিথিবিশেলে চ কাৰ্য্যং প্রেতে চ সৰ্ব্বদা ॥ 甲 • দক্ষিণ ও উত্তরায়ণ সংক্রান্তি, গ্রহণ, সংস্কারপূর্বক বেদারস্তাদি কার্যো, উৎসগে, যুগাদ্য ও মৃততিথিতে যদি শুক্রাদি নিষিদ্ধ বার হয়, তাহা হইলেও তিলতর্পণে দোষ হয় না । তীর্থে, গঙ্গাদি তীর্থবিশেষে, আর প্রেতশ্রাদ্ধে তিলতর্পণে বারাদি কোন দোষ নাই। মহালয় অমাবস্তার পূর্বপ্রতিপৎ হইতে মহালয়া অমাবস্তা পর্য্যস্ত একু পক্ষের নাম প্রেতপক্ষ। ইহাতে তিলতর্পণে কোন বারাদি দোষ নাই । Gy সামবেদীয় তপর্ণপদ্ধতি । দুইবার আচমন করি; প্রাঙ্গীমাবীতী এবং দক্ষিণমুখ হইয়া করথোড়ে পাঠ করিবে । ' ' , , , , 導