পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৩ পুরোহিত-দর্পণ । } ওঁ কুরুক্ষেত্ৰং গয়া গঙ্গা প্রভাসপুষ্করাণি চ । তীর্থন্সেতানি পুণ্যানি তৰ্পণকালে ভবত্ত্বিহ ॥ উপবীতী হইয়া—অর্থাৎ স্বভাবতঃ যে ভাবে উপবীত থাকে, সেই ভাবে রাখিয়া, পূৰ্ব্বমুখ হইয়া নিম্নলিখিত মন্ত্র পাঠপূর্বক দৈবতীর্থ (২২ পৃঃ ১পঃ দেখ) দ্বারা তৰ্পণ করিলে । ওঁ ব্ৰহ্মা তৃপ্যতাং, ওঁ বিষ্ণুস্তৃপ্যতাং, ওঁ রুদ্রস্তৃপ্যতাং, ওঁ প্রজাপতিত্ত্বপ্যতাং । ওঁ দেবা যক্ষাস্তথা নাগ গন্ধৰ্ব্বাপাবসোহস্থবাঃ । ক্রু বাঃ সৰ্পঃ সুপর্ণাশ্চ তরবো জিহ্মগাঃ খগাঃ । বিস্যাধারা জলাধারাস্তথৈবাকাশগামিনঃ । নিরাহারশ্চ যে জীবাঃ পাপে ধৰ্ম্মে রতাশ্চ মে । তেবামাপ্যায়নায়ৈতদ্দীয়তে সলিলং ময়া ॥ অতঃপর পশ্চিমমুখ হইয়া নিবীতী অর্থাৎ মালার মত করিয়া পৈতা গলায় দিয়া নিম্নোক্ত মন্ত্র দুইবার পড়িয়া আত্মাভিমুখে দুই অঞ্জলি জলদ্বারা তর্পণ করিবে । ওঁ সনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতনঃ । কপিলশ্চাসুরিশ্চৈব বোদুঃ পঞ্চশিখস্তথা । সবে তে তৃপ্তিমায়া স্তু মদত্তেনামুনা সদা ॥ উল্লুবীতী ও পূৰ্ব্বাভিমুখ হইয় নিম্নলিখিত মন্ত্রে দৈবতীর্থদ্বারা মরীচিআদিকে এক এক অঞ্জলি জল প্রদানে তৰ্পণ করিবে । ওঁ মরীচিস্তৃপ্যতাং, ওঁ অত্রিতৃপ্যতাং, ওঁ অঙ্গিবাস্তৃপ্যতাং, ওঁ পুলস্ত্যস্তৃপ্যতাং, ওঁ পুলহস্তৃপ্যতাং, ওঁ ক্রতুস্তৃপ্যতাং, ওঁ প্রচেতাস্তৃপ্যতাং, ওঁ বশিষ্ঠস্তুপ্যতাং, ওঁ ভূগুস্তৃপ্যতাং, ওঁ নারদস্তৃপ্যতাং, ওঁ দেবাস্তুপ্যন্তাম ॥ অনন্তর প্রাচীনাবীতী ও দক্ষিণমুখ হইয়া নিম্নলিখিত বাক্যে প্রত্যেককে পিতৃতীর্থ দ্বারা এক এক জলাঞ্জলি দানে তৰ্পণ করিবে । ওঁ অগ্নিস্বাত্ত্বঃ পিতরস্তুৃপ্যন্তামেতৎ সতিলোদকং তেত্যঃ স্বধা। ওঁ সোম্যাঃ পিতরস্তুপ্যন্তামে তৎ সতিলোদকং তেভ্যঃ স্বধা ! ওঁ হবিষ্মন্তঃ পিতরস্তুপ্যন্তামেতৎ সতিলোদকং তেভ্যঃ স্বপ । ওঁ উষ্মপাঃ পিতরস্তুপ্যস্তামেতৎ সতিলোদকং তেভ্যঃ স্বণ। ওঁ সুকালীনাঃ পিতরস্তুপ্যন্তামেতৎ সতিলোদকং তেভ্যঃ স্বধা। ওঁ বহিঁযদঃ পিতরস্তুপ্যন্ত মেতৎ সতিলোদকং তেভ্যঃ স্বধা। ওঁ আজ্যপাঃ,পিতরস্তৃপ্যন্তামেতৎ সতিলদেীকং তেভ্যঃ স্বধা । অতঃপর নিম্নলিখিত মন্ত্র তিনবার পাঠপূর্বক পিতৃতীর্থে তিন অঞ্জলি জল দানে যমতপণ করিবে । যথা— To

ওঁ যমায় ধৰ্ম্মরাজায় মৃত্যবে চান্তকায় চ। বৈবস্বতীয় কালায় সৰ্ব্বভূত