পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

≫, 한 বিবিধ । >○> ভরতীতি ত্রিপুষ্কর ৷ বারে শস্ত-সুতং হন্তি তিধে গোধনমেব চ। নকুত্রে গোত্ৰহানিঃ স্তাং সৰ্ব্বং হন্তি ত্রিপুষ্করে । পুষ্করত্রয়দোষেণ বাস্তৱক্ষো ন জীবতি ॥] পুনৰ্ব্বসু, উত্তরাষাঢ়া, কৃত্তিকা, উত্তরফাল্গুনী, পূৰ্ব্বভাদ্রপদ ও বিশাখ। এই সকল নক্ষত্রে রবি, মঙ্গল ও শনিবার এবং দ্বিতীয়া, সপ্তমী ও দ্বাদশী তিথির যোগ হইলে ত্রিপুষ্করযোগ হয় । বারদোষে শস্যহানি ও পুত্ৰহানি, তিথিদোষে গো এবং নক্ষত্রদোষে গোত্রনাশ হয়, আর তিন দোষ একত্র হইলে সমস্ত নষ্ট করে, এমন কি বাস্তবৃক্ষও জীবিত থাকে না । এবং ত্রিপুষ্করে যোগে দোষো জীবনসংশয়ঃ । পুত্ৰঃ কন্যা চ ভগিনী পিতৃমাতৃসহোদরাঃ পিতুভ্রাতা মাতুলশচ জ্ঞাতয়শ্চ সপিণ্ডকাঃ । সৰ্ব্বাভাবে SSBBBB BBBB B BBBB S BBB BB BBB B BBBB BBBBBBB বা । অবশুং মরণং তত্ৰ নাস্তি যোগেনিরামিষঃ ॥ ত্রিপুষ্করলোগে কাহারও মৃত্যু হইলে, সেই প্রেতের পুত্ৰ, ভগিনী, কন্যা, পিতা, মাতা, সহোদর, খুল্ল তাত, মাতুল, জ্ঞাতি, সপিণ্ড ইহাদিগের জীবন নষ্ট হয় । এ সকল যদি না থাকে, তবে মৃতব্যক্তির বাস্তুবৃক্ষও জীবিত থাকে না । একমাসে, দেড়মাসে, ছয়মাসে বা বৎসরের মধ্যে কথিত অনিষ্ট সকল ঘটবে। • এই যোগ কখনই নিষ্ফল হয় না । অতএব ইহার শান্তির জন্ত নিম্নলিখিত পদ্ধতি অনুসারে “ত্রিপুষ্করশান্তি” করিবে । পুষ্করশাস্তিপ্রয়োগ-নিত্যক্রিয়াদি সম্পন্ন করিয়া আচমন করিবে । তদনন্তর নারায়ণশিলায় গন্ধপুষ্পাদি প্রদান করতঃ পুণ্যাহবাচনাদি করিবে । তৎপরে সংকল্প করিবে । যথা— - বিষ্ণুরোমৃ তৎসদদ্য অমুকে মাসি অমুকে পক্ষে “অমুকতিথে। অমুকগোত্র শ্রীঅমুকদেবশৰ্মা অমুকগোত্রস্ত প্রেতস্ত অমুকদেবশৰ্মণ ত্রিপুস্করযোগকালীনমরণ-জনিতামিষ্ট-প্রশমনকামোহহং শান্তিং করিষ্যামি । অনন্তর সংকল্পমুক্তাদি পাঠ করিয়া ব্ৰহ্মা, আচাৰ্য্য, হোতা ও সদস্ত বরণ করবে। তৎপরে পঞ্চগব্য তত্তস্ময়ে শোধন করিয়া, সেই মিলিত পঞ্চগব্য দ্বারা বেদী শোধন করতঃ ঘটস্থাপন করিবে। তদনন্তর ঘটে গণেশ, শিবাদি পঞ্চদেবতা প্রভৃতি দেবতাগণের পুজা করিয়া গ্রহমণ্ডলে নবগ্রহের পূজা করিয়া ঘটে দশদিকৃপালের পূজা করিবে । ৯