পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

학년) বিবিধ | ‘LOH ধৰ্ম্ম এবং চিত্রগুপ্তের চরু ও অশ্বথকাষ্ঠ দ্বারা হোম করিবে। তৎপরে যব তিল ও গাভী ( অশক্তপক্ষে গোমূল্য চারি অান ) ব্রাহ্মণকে দান করিয়া দক্ষিণ দিবে ও অচ্ছিদ্রাবধারণ করিবে । সুবৰ্ণং ব্রাহ্মণে দস্থাৎ বিষ্ণুং সম্পূজয়েত্ততঃ। মঞ্চাজ্যমিশ্রিতৈস্তিলৈহেঁiমং কুর্ধ্যাৎ সহস্র কম ॥—ইতি গোভিলঃ । গোতিল বলেন, ত্রিপুষ্করশান্তিকরণার্থে, ব্রাহ্মণকে সুবর্ণদান করিয়াবিষ্ণুপূজা করিবে এবং fতল মিশ্রিত মধু ও আজ্যদ্বারা “ওঁ বিষ্ণবে স্বাহ৷”— । মন্ত্রে সহস্রবার ( কালতে চারিসহস্র বার ) হোম করিবে । ইহার সংকল্পবাক্য ও পূর্ধবৎ অগ্নিস্থাপন আদিও করিতে হয়। গোভিলের মতেও অনেকে পুষ্করশাস্তি করিয়া থাকেন । বাস্তুযাগ । দেবগৃহারম্ভে, পুষ্করিণী তড়াগাদি প্রতিষ্ঠাকার্যো এবং বাস্তু সম্বন্ধীয় সমস্ত কার্য্যেই বাস্তুযাগ করিতে হয় । মনুষ্যবাসের জন্য গৃহপ্রতিষ্ঠায় একাশীতিপদ বাস্তুযাগ এবং তদ্ভিন্ন বাস্তুসম্বন্ধীয় অন্যান্ত সমস্ত কার্য্যে চতুঃষষ্টিপদ বাস্তুযাগপ্রয়োগ-পদ্ধতি অনুসারে কার্য্য করিবে । চতুঃষষ্টিপদ-বাস্তুযাগ । শুদ্ধকালে, শুভদিনে কৃতস্নান যজমান, নিত্যক্রিয়াদি সম্পন্ন করিয়া স্বস্তি বাচনাদি করিবে,—ওঁ কৰ্ত্তব্যেহস্মিন বাস্তুদোষপ্রশমনকৰ্ম্মণি পুণ্যাহং ইত্যাদি ক্রমে। তৎপরে মুখ্যচান্দ্রমাস উল্লেখ করিয়া সঙ্কল্প করিবে, যথা— বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুকেমসি অমুকে পক্ষে অমুকতিখে। অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম শ্ৰীবিষ্ণুগ্রহারস্তে এতদ্বাস্তুসৰ্ব্বদোষোপশমনকামো বাস্তুযাগকৰ্ম্মাহং করিষ্যে । সংকল্পস্বত্ত “দেবো বো” ইত্যাদি - মন্ত্র পাঠ করিবে । অন্যদেবতার গৃহারম্ভ কিম্বা জলাশয়াদি প্রতিষ্ঠা কৰ্ম্ম হইলে “শ্ৰীবিষ্ণুগ্রহারম্ভের" স্থলে সেই দেবতার নাম উল্লেখ করবে। তৎপরে পঞ্চদেবতা নবগ্রহ প্রভৃতির পূজা করিয়া পুনরায় সংকল্প করিবে । যথা— অদ্যেত্যাদি বাস্তুষাগকৰ্ম্মাভু্যদয়াৰ্থং সগণাধিপগৌৰ্য্যাদিষোড়শমাতৃকাপুজাবসোধারাসম্পাতনায়ুষ্য-সূক্ত-জপাৰ্ভু্যদয়িকশ্রাদ্ধান্তাহং করিষ্যে । - , “ . . . Ե.