পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》 혁한) || বিবিধ । సి t_ অতঃপর দুৰ্ব্বাক্ষত ও কুশ লইয়া দেবতার মস্তকে সমস্ত অঙ্গুলি দ্বারা ধরিয়া প্রথমে পাঁচবার মূলমন্ত্র জপ করিবে,—তৎপরে একশত আটবার জপ করিবে । তদনন্তর মূলমন্ত্র পাঠ করতঃ দেবতার শিরোদেশ হইতে পীঠাসন পর্য্যন্ত সমস্ত অঙ্গ স্পর্শ করিবে । অনস্তর তত্ত্বন্যাস, লিপিন্যাস ও মন্ত্রষ্ঠাস করিয়া পঞ্চোপচারে পূজা করতঃ ‘ওঁ আং হ্ৰীং ক্রোং—মন্ত্রে প্রাণপ্রতিষ্ঠা করিয়া ষোড়শোপচাবে পূজা ও স্বশাখোক্তবিধিতে বহ্নিস্থাপনপূর্বক হোম করিবে। প্রতিষ্ঠিত দেবতার কোন দিন যদি পূজা না হয়, তবে একদিন পূজা না হইলে দুইবার পূজা করিবে ; তিনদিন পূজা না হইলে, পঞ্চগব্যাদি দ্বার স্বান করাইয়া ষোড়শোপচাবে পূজা করিবে । তিনদিনের অধিক পূজা না হইলে প্রাগুক্ত বিধানে পুনঃ প্রতিষ্ঠা করিবে । বtণলিঙ্গ-প্রকরণ । বাণলিঙ্গের প্রতিষ্ঠা সংস্কার এবং আবাহন নাই । পঞ্চগব্যে স্বান করাইয়া নিত্য পূজার বিধানে পূজা করিলেই হইবে । ব্রতপ্রতিষ্ঠা-প্রয়োগ । নিত্যব্রত সমাপন, কথা শ্রবণ ও ভোজ্যোৎসর্গ করিয়া ব্ৰতী গণেশাদি দেবতাদিগকে গন্ধপুষ্প প্রদানপূর্বক কৃতাঞ্জলি হইয়া পাঠ করিবে।-- নমঃ সৰ্ব্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্। নারায়ণং নমস্কৃত্য সৰ্ব্বকৰ্ম্মাণি কারয়েৎ ॥ অনন্তর স্বাস্তবাচন করিবে, যথা,—কৰ্ত্তব্যেহস্মিন ইয়ত্বৰ্ষনিম্পাদিত অমুকপুরাণোক্তামুকত্রতপ্রতিষ্ঠা কৰ্ম্মণি ওঁ পুণ্যাহং ভবস্তোহধিক্রবস্তু ওঁ পুণ্যাহমূ ওঁ পুণ্যাহমু ওঁ পুণ্যাহমূ ইত্যাদিরূপে স্বস্তিবাচন করিবে । সঙ্কল্প—বিষ্ণুর্ণমোহষ্ঠ অমুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্রা শ্ৰীঅমুকীদেবী শ্ৰীবিষ্ণুপ্রতিকামী ( অমুকত্রতপূর্ণফলপ্রাপ্তিকামা বা ) মৎসঙ্কল্পিতইয়ম্বৰ্ষনিম্পাদিত-অমুকপুরাণোক্তামুকত্রতপ্রতিষ্ঠামহং করিষ্ঠে । অনন্তর যথোক্ত বিধিতে ব্ৰহ্মা, হোতা, আচার্য্যদিগকে বরণ করিবে । তৎপরে হ্যেতা পৃথকৃ পৃথক্ মন্ত্রে পঞ্চগব্য পৃথক পৃথকৃরূপে শোধন করিয়া বেদী শোধন করিবে । সেই বেদীতে সৰ্ব্বতোভদ্রমণ্ডল অধৰ অষ্টদলপল্প