পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=শুল্লোছিভ-দপণ تخت جیتیجیجی দ্বিতীয় খণ্ড । তিথি শব্দের অর্থ। অমা হইতে পৌর্ণমাসী পর্য্যন্ত ও পৌর্ণমাসী হইতে অমা, পৰ্য্যন্ত শশিকলাক্রিয়ার নাম তিথি । সেই তিথি দুই ভাগে বিভক্ত—শুক্লা ও কৃষ্ণ । অমাবস্তার পর প্রতিপদ হইতে পূর্ণিমা পৰ্য্যন্ত পঞ্চদশ তিথিকে শুক্ল এবং পূর্ণিমার পর প্রতিপদ হইতে অমাবস্যা পর্য্যন্ত পঞ্চদশ তিথিকে কুষ্ণা বলে । এই পঞ্চদশ দিবসে এক পক্ষ হয়। চন্দ্রের হ্রাস-বৃদ্ধি দ্বারা এই প্রকাল হইয়া থাকে। স্মার্ড ভট্টাচাৰ্য্য মহাশয় এইরূপ লিখিয়াছেন—যে পঞ্চদশদিবসে চন্দ্রের বৃদ্ধি হয়, তাহাকে শুক্লপক্ষ ও যে পঞ্চদশদিবসে চন্দ্রের হ্রাস হয়, তাহাকে কৃষ্ণপক্ষ বলে । চান্দ্রমাসে প্রথমে শুক্ল, পবে কৃষ্ণ ব্যবহৃত হয়, সকল তিথিই প্রায় ষাইটদণ্ড পরিমাণ । যেহেতু স্বৰ্য্যমণ্ডল হইতে বিনিঃস্তত হইয়া চন্দ্র যে, ত্রিংশদ্ভাগাত্মক রাশির স্বাদশভাগে গমন করেন, তাহাই এক এক তিথি । রাশির পরিমাণ ১৫০ দণ্ড, সুতরাং তাহার ত্রিংশদ্ভাগের দ্বাদশ ভাগে ৬০ দণ্ড হইল । ভিপ্ৰিব্ৰুত্য-পদ্ধতি । ححيح محصيم عممجهحســـحسـ পৌর্ণমালী। “সা চ চতুর্দশীযুতা গ্রাহ যুগ্মাৎ।" চতুর্দশীর সহিত যুগ্মাদরহেতু চতুর্দশীযুতা পূর্ণিমা গ্রাহ হয় । দৈবকৰ্ম্মে ইহা অাদরণীয় । సి ) ,