পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । পৌর্ণমাসী । ఫి') “অমুকগোত্রা শ্ৰীঅমুকী দেবী” এইরূপ পলিবেন । আর তাহার প্রতিনিধিতে করিলে, কিম্বা পুরোহিত করিলে “অমুকগোত্রায়াঃ শ্ৰীঅমুকীদেব্যাঃ" এইরূপ বলিবেন । সঙ্কল্পের সর্বত্রই এই নিয়ম, ইহা মনে রাখিতে হইবে, কেন না—আমরা সৰ্ব্বত্রই—অর্থাৎ যেখানে অন্ত কোন বিশেষ নিয়ম নাই, সেখানে নিজ কৰ্ত্তার অনুরূপ মন্ত্র লিখিয়া যাইব । কিন্তু ঘটনাযোগ্যরূপে র্তাহার এইরূপে সঙ্কল্প করিবেন । ৭ পরে কুশীর জলটুকু জল ফেলিবার পাত্রে ফেলিয়া দিয়া, অন্যান্য দ্রব্য সমেত কুশীখনি স্ববামে উপুড় করিবে এবং গুটিকয়েক আতপতঙুল তদুপরি ছিটাইয়া মন্ত্র পড়িবে—“ওঁ অস্ত সঙ্কল্পিতার্থস্ত সিদ্ধিরস্তু।” তৎপরে হাত গোড় করিয়া সামবেদী হইলে এই মন্ত্র পাঠ করিবে,--- ওঁ দেবে বো দ্রবিণোদা পূৰ্ণাং বিবষ্ট, সিচয়। উদ্ধা সিঞ্চধ্বমুপ বা পৃণধ্বমাদিদ্বে দেব ওহতে ॥ যজুৰ্ব্বেদী হইলে “ওঁ যজ্জাগ্রতোদূরমূ” ইত্যাদি আর ঋগ্বেদী হইলে “ওঁ যা গুংগৃধা সিনীবালী” ইত্যাদি সঙ্কল্পস্বত্ত পাঠ করিলে । অতঃপর পূজক যে আসনে উপবেশন করিয়া পূজা করিবেন, তাহার শুদ্ধি করিতে হইবে । স্বীয় দক্ষিণ পাশ্বে আসনের নিয়ে মৃত্তিকাতে একটী ত্রিকোণ মণ্ডল করিয়া “এতে গন্ধপুষ্পে ওঁ ইং তাধারশক্তি-কমলাসনায় নমঃ” এই মন্ত্রে একটা ফুল দিয়া বলিবেন,— আসনমন্ত্রস্ত মেরুপৃষ্ঠঋষিঃ সুতলং ছন্দ কূৰ্ম্মে দেবতা আসন-পরিগ্রহণে বিনিয়োগ:- ওঁ পৃথি ত্বয় ধৃত লোকা দেবি ত্বং বিষ্ণুনা ধৃত । ত্বঞ্চ ধারয় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম্। 尋 ইহা পাঠ করিয়া আসনের দশদিকে তাতপতঙুল বিকিরণ করিয়া স্বস্তিকাদিক্রমে উপবেশন করিবে । অতঃপর হাত যোড় করিয়া,— ওঁ গুরুভ্যো নমঃ, ওঁ পরমগুরুভ্যো নমঃ, ওঁ পরাপরগুরুত্যে নমঃ, ও পরমেষ্ঠিগুরুভ্যে নমঃ । দক্ষিণে ও গণেশায় নমঃ । মধ্যে ওঁ অমুক-দেবতায়ৈ নমঃ । * ,

  • cष cषवडीब्र वषन नूबा कब्रिटक, जहाण उाशबई माब कहिरङइश्व ।