পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অথ চন্দনীয় পুস্পদোলযাত্রা-পদ্ধতি । প্রথমে কর্তা মঞ্চ নিৰ্ম্মাণ করিয়৷ তদুপরি গোবিন্দকে স্থাপনানন্তর উত্তরমুখ হইয়া কুশাসনে উপবেশন করিবে। পরে আচমন ও স্ববেদোক্ত স্বস্তিবাচনপূর্বক “স্বৰ্য্যঃ সোমো" এই মন্ত্র পাঠ করিয়া, সঙ্কল্প করবে। যথা— বীরাসনে উপবেশনপূর্বক তাম্রাদিপাত্রে কুশ, তিল, তুলসী, ফল এবং জল রাখিয়া তৎপাত্র বামহস্তোপরি রাখিয়া দক্ষিণহস্ত দ্বারা তদুপরি প্রচ্ছাদন করিবে । তৎপরে মন্ত্রপাঠ করিলে ৷ যথা,— বিষ্ণুরোম, তৎসদদ্য বৈশাখে মাসি মেষরাশিস্থে ভাস্করে শুক্লে পক্ষে পৌর্ণমাস্তান্তিথোঁ অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্মা (প্রতিনিধিতে কৰ্ম্ম করিলে অমুকগোত্রস্ত শ্ৰীঅমুকদেবশৰ্ম্মণ: স্ত্রীলোক হইলে অমুকগোত্রায়াঃ শ্ৰীঅমুকীদেব্যাঃ ) শ্ৰীবিষ্ণুপ্রীতিকামে গণপত্যাদিনীনাদেবতা-পূজাপূৰ্ব্বক-শ্ৰীভগবদূ গোবিন্দ-পূজা-চন্দনসহিত-পুষ্পদোলযাত্রামহং করিষ্যে। • প্রতিনিধিতে “করিষ্কামি ” এইমন্ত্র পাঠ করিবে । পরে হস্তস্থিত পাত্র ঈশানকোণে মৃত্তিকোপরি অধোমুখে রাখিয়া, তদুপলি কিঞ্চিৎ আতপ তণ্ডুল ছড়াইয়া কৃতাঞ্জলিপূর্বক “সঙ্কল্পিতার্থাঃ সিদ্ধাঃ সত্ত্ব" এবং “ওঁ দেবো বো” ইত্যাদি ( যজুৰ্ব্বেদ কি ঋগ্বেদ হইলে তৎশাখোক্ত ) সঙ্কল্পস্থত্ত পাঠ করিবে । অতঃপর পঞ্চগব্য দ্বারা মঞ্চশোধন করিয়া পঞ্চগব্য ও পঞ্চামৃত স্বারা সেই সেই মন্ত্র পাঠ করিয়া গোবিন্দকে স্বান করাইবে । পরে সামান্তাধ্যস্থাপন আলসনশুদ্ধ্যাদি করিয়া ঋষ্যাদি ন্যাস করিবে । যথা— অস্ত শ্ৰীকৃষ্ণমন্ত্রষ্ঠ নারদঋষিৰ্বিরাট ছন্দঃ শ্ৰীকৃষ্ণো দেবতা কাম-কীলকং চতুৰ্ব্বৰ্গসাধনে বিনিয়োগঃ। শিরসি ওঁ নারদঋষয়ে নমঃ। মুখে ওঁ বিরাট ছন্দসে নমঃ । হৃদি ওঁ শ্ৰীকৃষ্ণ— দেবায় নমঃ । সৰ্ব্বাঙ্গে ওঁ কামবাজায় কীলকায় নমঃ ॥ । এইরূপ ন্যাস করিয়া “ক্লং” এই মূলমন্ত্র পাঠ করতঃ সাতবার ব্যাপক ঠাস করিকে। তৎপবে কুর্গমূদ্র করিয়া পুপগ্রহণ করতঃ গ্রীকৃষ্ণের ধ্যান করিবে । যথা— 劇