পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১ম খণ্ড
বিবিধ
২৭

ঘটস্থাপন।

"ষট্-ত্রিংশদ্-অঙ্গুলায়ামং ষোড়শাঙ্গুলমুচ্চকৈঃ।
চতুরঙ্গুলকং কণ্ঠং মুখং তস্য ষড়ঙ্গুলম্।
পঞ্চাঙ্গুল্যমিতং মূলং বিধানং ঘটনির্মিতেঃ॥ইতি মহানির্বাণতন্ত্রম্।

বিস্তার ষট্-ত্রিংশৎ অঙ্গুলি, উচ্চে ষোড়শ অঙ্গুলি, কণ্ঠ চারি অঙ্গুলি, মুখের বিস্তার ছয় অঙ্গুলি এবং তলদেশ পঞ্চাঙ্গুলিপরিমিত—ঘটনির্মাণের ইহাই বিধি।

"সৌবর্ণং রাজতং তাম্রং কাংস্যজং মৃত্তিকোদ্ভবম্।
পাষাণং কাচজং বাপি ঘটমক্ষতমব্রণম্।
কারয়েদ্দেবতাপ্রীত্যৈ বিত্তশাঠ্যং বিসর্জয়েৎ।"

সুবর্ণ, রজত, তাম্র, কাংস্য অথবা মৃত্তিকা নির্মিত, কিম্বা পাষাণ বা কাচজ ঘটই দেবতার প্রীতিপ্রদ হইয়া থাকে। কিন্তু প্রত্যেক লোকেরই যেন স্মরণ থাকে যে, কর্মের ফললাভ করিতে হইলে, ঘটনির্মাণে যেন বিত্তশঠতা না ঘটে অর্থাৎ অবস্থানুযায়ী ঘট দান করা হয়। ঘট সুদৃশ্য ও অক্ষত হওয়া চাই।

"সৌবর্ণং ভোগদং প্রোক্তং রাজতং মোক্ষদায়কম্‌।
তাম্রং প্রীতিকরং জ্ঞেয়ং কাংস্যজং পুষ্টিব
র্ধনম্‌॥

কাচং বশ্যকরং প্রোক্তং পাষাণং স্তম্ভকর্ম্মণি।
মৃন্ময়ং সর্ব্বকার্য্যেষু সুদৃশ্যং সুপরি
ষ্কৃতম্‌"

হেম-ঘট ভোগদ এবং রজত-ঘট মোক্ষদায়ক বলিয়া উক্ত হইয়াছে। প্রীতিকর কার্যে তাম্র ও পুষ্টিবর্ধনে কাংস্যজ গট, বশীকরণে কাচ ও স্তম্ভল-কার্যে পাষাণ-ঘট প্রশস্ত। মৃত্তিকানির্মিত ঘট পরিষ্কৃত ও সুদৃশ্য হইলে সর্বকার্যেই প্রশস্ত হয়।

"নবরত্নং পঞ্চরত্নং ঘটমধ্যে বিনিক্ষিপেৎ।
তদভাবে মহেশানি সুবর্ণঞ্চ প্রদাপয়েৎ॥"

ঘটমধ্যে নবরত্ন ও পঞ্চরত্ন প্রদান করিবে। তাহার অভাব হইলে কেবল সুবর্ণ প্রদান করিবে।

"ভূমির্ধান্যং ঘটশ্চৈব জলং পল্লমেব চ।
ফলং পুষ্পঞ্চ সিন্দুরং স্থিরীকরণমেব চ॥"

ঘটস্থাপনে ভূমি, ধান্য, ঘট, জল, পল্লব (পঞ্চপল্লব দেওয়ারও ব্যবস্থা আছে যথা,—অশ্বত্থ, বট, আম্র, পাকুর ও যজ্ঞডুমুর, কিন্তু অধিকাংশ স্থলে আম্রপল্লবই দেওয়া হয়)। ফল (নারিকেল, তদাভাবে রম্ভা), পু্ষ্প ও সিন্দুর দিয়া পুত্তলিকা আঁকিয়া দিতে হয়,—তৎপরে স্থিরীকরণ। (দধি, অক্ষত, আলতা, শরাব ও বস্ত্রাচ্ছাদিত করিবার ব্যবহার আছে)