পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ग्न थॐ ! चट्टेगोf ২৯৫ ব্ৰহ্মপুত্র-স্নান। পুনৰ্ব্বমুবুধোপেতাং চৈত্রে মাসি সিতাষ্টমীম্। স্রোতঃস্থ বিধিবৎ স্নাত্বা বাজপেযুফলং লভেৎ ॥-বিষ্ণুপুরাণম্। চৈত্রমাসের শুক্লাষ্টমীতে যদি,বুধবার ও পুনৰ্ব্বসু নক্ষত্র পায়, তবে তাহাতে ব্ৰহ্মপুত্র নদে স্বান করিলে বাজপেয়যজ্ঞের ফল লাভ হয় । ইহাকেই ব্ৰহ্মপুত্রযোগ বলে । Č মানবিধি –প্রথমে আচমন করিয়া অঞ্জলিতে জল লইয়া সঙ্কল্প করিবে । বিষ্ণুরোম্ তৎসদদ্য চৈত্রে মাসি শুক্লে পক্ষে পুনৰ্ব্বস্থনক্ষত্রযুক্তাষ্ট্রম্যাস্তিথোঁ অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম যথোক্তফলপ্রাপ্তিকামে। ব্রহ্মপুত্র-স্নানমহং করিষ্যে। পরে সাধারণ স্বানোক্ত কাৰ্য্যান্তে নিম্নলিখিত মন্ত্র পড়িয়া ডুব দিবে। মন্ত্ৰ— ব্ৰহ্মপুত্র মহাভাগঃ শাস্তনোঃ কুলনন্দন ৷ অমোঘ-গর্ভ.সস্তুত পাপং লৌহিত্য মে হর । ত্বং ব্রহ্মপুত্র ভুবনতারণ তীর্থরাজ, গম্ভীরনীরপরিপুরিতসৰ্ব্বদেহ । ত্বদর্শনাদ্ধরতু মে ভবঘোরদুঃখং, সংযোগত: কলিযুগে ভগবন্নমস্তে ॥ অন্নপূর্ণ-পূজা। - চৈত্রমাসের শুক্লাষ্টমীতে মহামায় জগজননীঃ সংসারদুঃখনাশিনী ভগবতী অন্নপূর্ণার পূজা করিতে হয়। নিত্যারাধিতা মহামায়া অন্যান্য সময়েও সাধক কর্তৃক পূজিত হইয়া থাকেন । 3r যজমান স্বয়ং নিত্যক্রিয়া সমাধানান্তে দেবীসম্মুখে উপবেশন করিয়া আচমন পূর্বক যথাবিধি স্বস্তিবাচন করিয়া, গণেশদি দেবতাগণকে এক একটা গন্ধ পুষ্প প্রদান করিবে । যথা— এতে গন্ধপুষ্পে ওঁ গণপতয়ে নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ নারায়ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ শিবাদিপঞ্চদেবতাভো নমঃ, এতে গন্ধপুষ্পে ওঁ আদিত্যাদিনবগ্রহেড্যো নমঃ, এতে