পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“S” о о পুরোহিত-দৰ্পণ । ২য় খণ্ড । উক্ত মস্ত্ৰে যড়ঙ্গে প পূজা করিয়া, অর্ধটিকে মৎস্তমুদ্রা দ্বারা আচ্ছাদন করিয়৷ তদুপরি “ইং” এই মন্ত্র দশবার জপ করিবে । অনন্তর “স্ত্ৰীং” এই মন্ত্রে ভূতিলী ও যোনিমুদ্র প্রদর্শন করাইয়া, এই অর্ঘ্যের জল কিঞ্চিৎ কোশার জলে লইয়া সেই জলেপ ছিটা নিজমস্তকে এবং পূজার উপকরণাদি সমস্ত দ্রব্যে দিবে এবং সমস্ত ব্ৰহ্মময় চিন্তা করিয়া পূজা করিবে । পীঠপূজা –এতে গন্ধপুষ্পে ওঁ আধারশক্তয়ে নমঃ, (এই প্রকারে ) প্রকৃতয়ে, কূৰ্ম্মায়, অনস্তায়, পৃথিব্যৈ, ক্ষীরসমুদ্রায়, শ্বেতদ্বীপায়, মণিমণ্ডপায়, কল্পবৃক্ষায়, মণিবেদিকায়ৈ, রত্নসিংহাসনায়, ধৰ্ম্মায়, জ্ঞানায়, বৈরাগ্যায়, ঐশ্বৰ্য্যায়, অধৰ্ম্মায়, অজ্ঞানায়, অবৈরাগ্যায়, অনৈশ্বৰ্য্যায়, অনন্তীয়, পদ্মায়, অং সূৰ্য্যমণ্ডলায় দ্বাদশকলাত্মনে, উং সোমমণ্ডলায় ষোড়শকলাতুনে, মং বহ্নিমণ্ডলীয় দশকলাত্মনে, সং সত্ত্বায়, রং রজসে, তং তমসে, আং আত্মনে, পং পরমাতুনে, অং অন্তরাত্মনে, হ্ৰীং জ্ঞানাত্মনে । পুনরায় ভগবতী অন্নপূর্ণাদেবীর পান পাঠ কবিয়া তারাহনদি পঞ্চমুদ্রা দেখাইয়া, আবাহন করিবে । যথা – ওঁ দেবেশি ভক্তি সুলভে পরিবারসমন্বিতে । যাবত্ত্বাং পূজয়িষ্যামি তাবত্বং সুস্থির ভব। ওঁ হ্ৰীং ভগবতি অন্নপুণে দেবি পরিবারাদিভিঃ সহ ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিহিত। ভব ইহ সন্নিরুধ্যস্ব অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ । অনন্তর যথাবিধি চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা করিবে (চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা ১ম খণ্ডে দ্রষ্টব্য) । অনন্তর কৃতাঞ্জলি হইয়া মন্ত্র পড়িবে। যথা— ওঁ অন্নপূর্ণে স্বাগতং তে সুস্বাগতমিদস্তব । আসনঞ্চেদমপ্যস্মিন আস্ততাং পরমেশ্বরি ॥ অনন্তর “ষ্ট্রং” এই মন্ত্র তিনবার পাঠপূৰ্ব্বক, পুৰ্ব্বস্থাপিত প্রতিমায় বিশেবার্ধ্যের জলপ্রোক্ষণ করিয়া ষোড়শোপচারে দেবীর পূজা করিবে। যথা— ·