পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woe B পুরোহিত-দর্পণ । ২য় খণ্ড } তর্পণ –ওঁ সায়ুধাং সবাহনাং সালঙ্কারাং সপরিবারাং ওঁ খ্ৰীং অন্নপূর্ণাং দেবীং তপয়ামি স্বাহা । অতঃপর “ধ্যায়েন্নিত্যং মহেশং” ইত্যাদি ধ্যান পাঠপূৰ্ব্বক ভিক্ষুকবেশধারী শিবের ষোড়শোপচারে পুজা করিবে । অনন্তর প্রাণায়ামপূর্বক যথাশক্তি মূলমন্ত্র জপ করিয়া “গুহাতিগুহ” মস্ত্রে জপ সমৰ্পণানন্তর পুনঃ প্রাণায়াম করিয়া স্তব কবচ পাঠপূৰ্ব্বক প্রণাম করিবে। যথা— অন্নপুণে নমস্তুভ্যং নমস্তে জগদম্বিকে । তচ্চারুচরণে ভক্তিং দেহি দীনদয়াময়ি | সৰ্ব্বমঙ্গলমঙ্গল্যে শিবে সৰ্ব্বার্থসাধিকে । শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্ত তে | BBBBB BBBB S BBBB BBBB BBB S BBBBBB BBBB করিয়া চণ্ডীপাঠ, অন্নপূর্ণর স্তবকবচাদি পাঠ ও দুর্গানাম জপ । জপের আদ্যন্তে কবচ পাঠ করিয়া পুষ্পাঞ্জলি প্রদান এবং প্রদক্ষিণ কার্য্য সমাপন করিবে । কুমারী পূজা করিতে হইলে, এই সময় কুমালী পূজা করিলে ( কুমারীপূজা প্রকরণ দেখ । ) তদনন্তর ভোগ উৎসর্গ করিয়া পুনরায় অরিত্রিক করিবে। পরে তান্ত্রিক বিধানে অগ্নিস্থাপনাদি করিয়া “ওঁ হ্রং নমো ভগবতি মাহেশ্বরি অন্নপূর্ণে স্বাহী” এই মন্ত্রে ঘৃতসংযুক্ত বিল্বপত্রদ্ধার ( স্থানবিশেষে ঘৃতসংযুক্ত পায়স দ্বারা ) হোম করিবে । অনন্তর শান্তিদান এবং হুতশেষ দ্বারা তিলকদান পূর্বক দেবীসম্প্রদানক দক্ষিপান্ত করিয়া আচ্ছদ্রাবধারণ ও বৈগুণ্য সমাধান করিবে । পবে “জয় জয়’ বলিয়া বিশেষার্ঘ্য দ্বারা দেবীর আরাত্রিক করিয়া উহা দেবীকে দান করিয়া সাষ্টাঙ্গ প্রণামপূর্বক কৃতাঞ্জলি হইয়া পাঠ করিবে । ওঁ মাং মদীয়ং সকলং সম্যকৃ শ্ৰীমদন্নপুর্ণা-দেবতায়ৈ সমৰ্পয়ে, ওঁ তৎ সৎ । ওঁ জানতাজানতা লাপি যন্ময় ক্রিয়তে শিবে । তব কৃত্যমিদং সৰ্ব্বমিতি জ্ঞাত্বা ক্ষমস্ব মে ॥ পরে আবরণদেবতাসকল দেবীর অঙ্গে বিলীন হইলেন, এইরূপ ভাবনা করিবে । অনন্তর. ওঁ অন্নপুর্ণে দেবী ক্ষমস্ব, বিসর্জনের এই মন্ত্র বলিয়া সংহার যুদ্র দ্বারা নিৰ্ম্মাল্যপুষ্প গ্রহণ করিয়া পাঠ করিবে ।