পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । নবমী ৯ vరిష్) بتست এতে গন্ধপুষ্পে ওঁ গুরুভ্যো নমঃ । ( এই ক্রমে )—“পরমগুরুত্যঃ, পরাপরগুরুভ্যঃ, পরমেষ্টিগুরুত্যে নমঃ” বলিয়া পূজা করিয়া পীঠপূজা করিবে। যথা ;– এতে গন্ধপুষ্পে ওঁ তাধারশক্তয়ে নমঃ । ( এই ক্রমে ) প্রকৃতয়ে, কুৰ্ম্মায়, পৃথিব্যৈ, অনন্তায়, ক্ষীরসমুদ্রায়, শ্বেতদ্বীপায়, মণিমণ্ডপায়, কল্পবৃক্ষায়, মণিলেদিকায়ৈ, রত্নসিংহাসনায়, ( দক্ষিণ ও লামস্বন্ধে ) ধৰ্ম্মায়, জ্ঞানায় ; ( উরুদ্বয়ে ) বৈরাগ্যায়, ঐশ্বৰ্য্যায়, ( মুখে ) অধৰ্ম্মায়, ( বামপাশ্বে) অজ্ঞানায়, ( নাভিতে ) অবৈরাগ্যায়, ( দক্ষিণপাশ্বে) তানৈশ্বর্য্যায়, ( পুনরায় হৃদয়ে ) অনন্তায়, পদ্মায়, অং সূর্য্যমণ্ডলায দ্বাদশকলাত্মনে, উং সোর্মমণ্ডলায় ষোড়শকলাত্মনে, মং বহ্নিমণ্ডলায় দশকলাত্মনে,অংি আত্মনে, পং পরমাত্মনে, হ্ৰীং জ্ঞানাত্মনে ( পদ্মমধ্যে অষ্টদিকে ) আং প্রভায়ৈ, ঈং মায়াযৈ, উং জয়ায়ৈ, এং সূক্ষ্মায়ৈ, ঐং বিশুদ্ধায়ৈ, ওং নন্দিষ্ঠৈ, ঔং সুপ্রভায়ৈ, অং বিমলায়ৈ, অঃ সৰ্ব্বসিদ্ধিপ্রদায়ৈ,—ওঁ বজ্রনখদংষ্ট্রায়ুধায় মহাসিংহায়-তুং ফট্‌ নমঃ । তাতঃপর পুনরায় ধ্যান করিয়া, নিজ হৃদয় হইতে তেজোময়ী দেবীকে চিস্তাদ্বারা করস্থিত পুষ্পেব সহিত ঘটে আরোপণ করতঃ আবাহন করিলে । .মস্ত্র যথl,— ওঁ দেবশি ভক্তিসুলভে পরিবারসমন্বিতে । সাপত্ত্বাং পূজয়িন্ত্যামি তারত্বং সুস্থিরা ভব ৷ মূলমন্ত্র উচ্চারণ করিয়া “জগদ্ধাত্রী দুর্গে দেবি স্বকীয়গণসহিতে ইহাগচ্ছ ইহাগচ্ছ, ইহতিষ্ঠ ইহতিষ্ঠ, ইহ সন্নিহিতা ভল, ইহ সন্নিরুথ্যস্ব অত্ৰাধিষ্ঠানং কুরু, মম পূজাং গৃহাণ" ॥ 疇 তৎপরে ‘স্ত্রীং হৃদয়ায় নমঃ’ ইত্যাদি দেবতাঙ্গে ষড়ঙ্গবিন্যাস করিয়া তুড়িদ্বারা দশদিগ্বন্ধনপূর্বক, অবগুণ্ঠন, ধেনু, ঘোনি, ভূতিনী, আকর্ষণী ও পরমীকরণমূদ্র দর্শন করাইয়া চক্ষুদৰ্শন ও প্রাণপ্রতিষ্ঠা করিবে। (অন্নপূর্ণ পূজা দেখ । কেবল,—“জগদ্ধার্য দুর্গায়াঃ প্রাণাঃ ইহ প্রাণাঃ” এই মাত্র বিশেষ । ) তৎপরে ষোড়শোপচারে পূজা করিবে । এতে গন্ধপুষ্পে ওঁ রজতাসনায় নমঃ, এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে শ্ৰীবিষ্ণবে নমঃ, এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদান্তৈ শ্ৰীমজ্জগদ্ধাত্র্যৈ নমঃ, দৃং ইদং রজতাসনং জগদ্ধাত্র্যৈ দুর্গায়ৈ নমঃ । পরে কৃতাঞ্জলি হইয়া দুং জগদ্বাত্রি দুর্গে দেবি স্বাগতং সুস্বাগত । পুৰ্ব্ববৎ অৰ্চনাদি করিয়া সমস্ত দ্রব্য দান করিবে, বিশেষ মাত্র,—পাদ্যং নমঃ, অর্থ্যং স্বাহী, আচমনীয়ং স্বধা, মধুপর্কং