পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిఖఆ পুরোহিত-দর্পণ। ২য় খং ! ঐীরামনবমী-ব্ৰত । স চ চৈত্রশুক্লানবমী রামস্ত জন্মতিথিঃ ॥ চৈত্রে মাসি নবম্যাস্তু জাতো রামঃ স্বয়ং হরিঃ । পুনৰ্ব্বস্ব ক্ষসংযুক্ত সা তিথিঃ সৰ্ব্বকায়দা । চৈত্রমাসের শুক্লা নবমী শ্ৰীশ্রীরামচন্দ্রের জন্মতিথি । পুনৰ্ব্বসুনক্ষত্রযুক্ত এই তিথিতে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করিয়াছিলেন ;—অতএব এই নবমীতে শ্রীরামনবমী-ব্ৰত করিলে, ধৰ্ম্ম-অর্থাদি লাভ ও অভীষ্ট সিদ্ধ হয়। চৈত্রে তু শুক্লা নবমী পুনৰ্ব্বস্থযুতা যদি । সৈব মধ্যাহ্নযোগেন মহাপুণ্যতমা ভবেৎ। নবমী অষ্টমীবিদ্ধ ত্যাজ্য বিষ্ণুপরায়ণৈঃ । উপোষণং নবম্যাস্তু দশম্যামের পারণম্ ॥ ইতি কালমাধবীয়ে । চৈত্রমাসের শুক্লা নবমীতে যদি পুনৰ্ব্বসুলক্ষত্রের যোগ হয়, তাহা হইলে সেই নবমীর মধ্যাহ্নকালে মহাপুণ্য প্রদান করে । বিষ্ণুপরায়ণ ব্যক্তিগণ অষ্টমীবিদ্ধা নবমীতে উপবাসাদি করিবে না, অশুদ্ধা নবমীতে অর্থাৎ অষ্টমীবিস্কা নবমীতে পুনৰ্ব্বসুনক্ষত্রযোগ থাকিলেও তাহণ পরিত্যাগ করিয়া নবমীতে উপবাস করিবে । দশম্যাদি প্রবৃদ্ধিশ্চেৎ ত্যাজ্য বিদ্ধেব বৈষ্ণবৈঃ । তদন্তেষাস্ত সৰ্ব্বেষাং ব্রতং তত্রৈব নিশ্চিতম ৷ দশম্যামের শব্দেন দশমীং নৈব লঙ্ঘয়েৎ । নিশ্চিতৈাবং বিচারেণ নবমীব্রতমাচরেৎ ৷ ইতি রামার্চনচন্দ্রিকায়াম্। দশম্যাদির বৃদ্ধি হইলে অষ্টমীবিদ্ধা নবমী বৈষ্ণবেরা পরিত্যাগ করিলে । কিন্তু এই সময়ে সকল ব্ৰতিগণই দশমীতে পারণ করিবে । দশম্যামেব,-- এই ‘এব’ পদ প্রয়োগ দ্বারা কদাচ দশমী লঙ্ঘন করিবে না, ইহা স্পষ্টই প্রতীয়মান হয়। অতএব দশমীতে পারণ সস্তব হইলে কেহই অষ্টমীবিদ্ধ নবমীতে উপবাস করিবে না । পূজাপদ্ধতি।—স্বস্তিবাচনাদি করিয়া সঙ্কল্প করিবে । যথা,— বিষ্ণুরো তৎসদস্থ চৈত্রে মালি শুক্লে পক্ষে নবম্যাস্তিধেী অমুকগোত্রঃ ঐঅমুকদেবশৰ্ম্ম শ্রীরামপ্রতিকামঃ স্ত্রীরামনবমী-ব্রতমহং করিয়ে । - সঙ্কল্পস্থত্ত, সামান্তাধ্য, আসনগুদ্ধি, ভূতশুদ্ধি ও ন্যাসাদি করিয়া, স্ত্রীরামচক্সের ও সীতাদেবীর ধ্যান করিয়া ষোড়শোপচারে পূজা করবে। রামের ধ্যান।-কোমলাঙ্গং বিশালাক্ষমিন্দ্ৰনীলসমপ্ৰভম্। পীতাম্বরধরং