পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় খণ্ড । চতুর্দশা। Ꮼ©Ꮌ মদনস্তব । পুষ্পধন্বন নমস্তেহস্ত নমস্তে মীনকেতন । মুনীনাং লোকপালানাং । ধৈর্য্যচু্যতিকৃতে নমঃ ॥ মাধবায়ুজ কন্দৰ্প শস্বরারে রতিপ্রিয়। নমস্তুভ্যং জিতাশেয-ভুবনায় মনোভুবে । আরয়ো মম নগুস্তু ব্যাধয়শ্চ শরীরজাঃ । সম্পাদ্যতামভীষ্টং মে সম্পদঃ সন্তু মে স্থিরাঃ । নমো মারায় কামায় দেবদেবস্ত মূৰ্ত্তয়ে । ব্রহ্মবিষ্ণুশিবেন্দ্রাণাং মনঃক্ষোভ করায় চ - এবং যঃ কুরুতে পূজামনঙ্গস্ত মহাত্মনঃ । ভবন্তি নাপদস্তস্ত তস্মিন্নদে কদাচন। অনন্তর রতিদেবীর পূজা করিয়া অশোকপুষ্প দান করিবে । , অথ চতুর্দশী । স চ শুক্লা পূর্ণিমায়ুত গ্রাহা যুগ্মাৎ, কৃষ্ণা তু পূৰ্ব্বযুতা --ইতি আৰ্ত্তঃ । শুক্লপক্ষেব চতুর্দশী পূর্ণিমাযুক্ত এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী ত্রয়োদশীযুক্ত। গ্রহণ করিবে, অর্থাৎ উভয়দিনে চতুর্দশীর ক্রিয়াকাল লাভ হইলে, যে দিনে পূর্ণিমাব সহিত চতুর্দশীর যোগ হইবে, শুক্লপক্ষের চতুর্দশীব কাৰ্য্য সেই দিনে এবং কৃষ্ণপক্ষের চতুর্দশীর কার্য্য ত্রয়োদশীযুক্ত দিনে করিবে । উমামহেশ্বর-ব্ৰত । বৈধব্যদোষনাশজন্য এই উমামহেশ্বর-ব্ৰত করিবে । ইহাকে ভূগুভারতীয় বৈধব্যদোষশান্তিকারক ব্রত বলে । তিনতোলা, দুইতোলা , বা দেড়তোলা পরিমিত সুবর্ণের দ্বারা মিলিত উমা-মহেশ্বরের প্রতিমা নিৰ্ম্মাণ করিলে । ব্যাঘ্রচর্মের উপরে স্থাপিত শ্বেত বস্ত্রের আসন, তদুপরি রজতবৃষের স্কন্ধে প্রতিমা স্থাপন করিয়া পূজা করিবে । সমস্ত দিবস উপবাসী থাকিয়া,—সায়ং সময়ে পূজা ও হোমাদি করিতে হয়। তৎপবদিবস স্নানাদি করতঃ কথাশ্রবণ করিয়া বেদবিদ ব্রাহ্মণকে ঐ প্রতিম দান ও দক্ষিণাস্ত করিয়া পারণ করিতে হয় । একবারমাত্র অনুষ্ঠিত এই ব্ৰতে বৈধব্যদোষ বিনষ্ট হইয়া থাকে। ব্ৰতবিধান । সন্ধ্যাকালে স্বস্তিবাচনাদি করিয়া সঙ্কল্প করিবে – বিষ্ণুর্নমোহস্থ বৈশাখে মাসি শুক্লে পক্ষে চতুর্দশুস্তিথৌ অমুকগোত্রা শ্ৰীঅমুকীদেবী বৈধব্যদোষস্থচিতজন্মান্তরীণ-তত্তৎপাপক্ষয়কামা যথোক্তবিধিনা উমামহেশ্বরত্নতমহং করিস্থ্যে ।