পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లి(షి পুরোহিত-দর্পণ । ২য় খণ্ড । অনন্তর পুরোহিত সঙ্কল্পস্থত্তাদি পাঠ করিলে, বরণ করিতে হয়। বরণের ও ধারণের মন্ত্রাদি সমস্তই এক প্রকার ( ৮৭ পূঃ ১৬ পঃ দেখ )। তৎপরে পূজক সামান্তীৰ্ঘ্য, আসনশুদ্ধি, ভূতশুদ্ধি ও ন্যাসাদি করিয়া ধ্যানপাঠানস্তর পুজা করিবে । ধ্যান যথা— “ধ্যায়েন্নিত্যং মহেশং”—ইত্যাদিক্রমে ধান করিয়া “নমঃ শিবায় নমঃ” মন্ত্রে ষোড়শোপচারে শিবের পূজা, পঞ্চবার পুষ্পাঞ্জলি প্রদান করতঃ আবরণ পূজা করিবে । যথা— “এতে গন্ধপুষ্পে ওঁ ঈশানায় নমঃ" ( এই ক্রমে ) তৎপুরুষায়, অঘোরায়, বামদেবায়, সদ্যোজাতীয়, নিবৃত্তৈা, সুপ্রতিষ্ঠায়ৈ, বিদ্যায়ৈ, শান্ত্যৈ, হৃদয়ায় নমঃ, শিবসে স্বাঙ্গ, শিপায়ৈ বষটু, কবচায় তুং, নেত্রত্ৰয়ায় বৌঘট । অনন্তর নিম্নলিখিত দেবতাগণের পঞ্চোপচাবে পূজা করিবে। যথা— অনবদ্যায়, স্বক্ষয়, শিবোত্তমায়, একনেত্রায়, একরুদ্রায়, ত্রিমূৰ্ত্তয়ে, শ্রীকণ্ঠায়, শিখণ্ডিনে, উমায়ৈ, চণ্ডেশ্বরীয়, নন্দিষ্ঠৈ, মহাকালায়, গণেশায়, বৃষায়, ভূঙ্গিরিটয়ে, স্কন্দায়, ইন্দ্রাদিভ্যঃ, রুদ্রাদি ভাঃ ! অনন্তর ন্যাসাদি কবিয়া গোলীর ধ্যান করিয়া “স্ত্ৰীং গৌর্যৈ নমঃ” এই মস্ত্রে গৌরীর পূজা করিবে । গৌরীধ্যান –ওঁ হেয়াভাং বিভ্রতীং দোভিৰ্দপণাঞ্জনসাধনে। পাশাস্কুশো সৰ্ব্বভূ্যাং তাং গৌরীং সৰ্ব্বদা ভজে । আবরণ পূজা –ষ্ট্রং হৃদয়ায় নমঃ" এই ক্রমে ষড়ঙ্গের পূজা করিয়া—ওঁ সুলভায়ৈ নমঃ লতিকায়ৈ, কামিন্তৈ, কামমালিঙ্গৈ, পাশায়, অঙ্কুশায়, দর্পণায়, অঞ্জনশলাকায়ৈ। ইহাদিগের পূজা করিবে । হোম।--হোতা স্বগৃহোক্তক্রমে বরদ নামক বহ্নিস্থাপনপূর্বক ( হোমপ্রকরণ দেখ) বিরূপাক্ষজপান্ত কুশণ্ডিকা করিয়া প্রকৃত কৰ্ম্মারস্তে মহা ব্যাহৃতি হোম করিবে । পরে সঙ্কল্পবাক্য পাঠানন্তর— “ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবৰ্দ্ধনম্। উৰ্ব্বারুকমিব বন্ধনীন্মত্যো ক্ষীয় মা মৃতাৎ স্বাহ ।” এই মন্ত্রে অষ্টোত্তরশতসংখ্যক ঘৃতমিশ্রিত বিহুপত্রে শিবের হোম করিবে } তৎপরে পুনরায় সঙ্কল্প করিয়া নিম্নোক্ত মস্ত্রে ঘৃতমিশ্রিত অষ্টোত্তরশতসংখ্যক বিশ্বপত্রে গৌরীর হোম করিবে ।