পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চম্পক-চতুর্দশী-ব্ৰত। জ্যৈষ্ঠ মাসের শুক্লা চতুর্দশী চম্পকচতুর্দশী । এই দিনে চম্পক পুষ্প দ্বারা শিবের পূজা করিলে, ক্ষয়কাসাদি মহারোগ হইতে মুক্ত হওয়া যায়, পরদ্রোহাদি-জনিত দশজন্মার্জিত পাপ বিনষ্ট হয় এবং অন্তে শিবলোক প্রাপ্তি হয়। এইব্রত চারি বৎসর করিয়া উদ্‌যাপন করিতে হয় । প্রথমে স্বস্তিবাচন করিয়া সঙ্কল্প করিবে । যথা—ওঁ তৎসদদ্য জ্যৈষ্ঠে মাসি শুক্লে পক্ষে চতুর্দশুrন্তিথোঁ অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম শিবলোকপ্রাপ্তিকামঃ (দুরারোগ্য-রোগবিমুক্তি-কামো বা ) চম্পকপুম্পৈঃ শিবপূজামহং করিস্থ্যে । পরে যুক্তপাঠাস্তে আসনশুদ্ধ্যাদি করিয়া গণেশাদি দেবগণের পূজা পূর্বক ধ্যান করতঃ যথাশক্তি ষোড়শ উপচারে ও চম্পক পুষ্প দ্বারা শিবের পুজা করিয়া স্তব পাঠ ও প্রণাম করিবে । অমাবস্যা । স চ প্রতিপদযুতা গ্রাহা যুগ্মাৎ । প্রতিপদূযুক্ত অমাবস্তাই দৈব ও পৈত্র্য কার্য্যে প্রশস্ত। কারণ প্রতিপদের সহিত অমাবস্তার যুগ্মাদর আছে । অমাবস্তান্তু কন্যার্কে তীর্থপ্রীপ্তেী তথা নৃপ । কৃত্বা শ্রাদ্ধং বিধানেন দদ্যাৎ ষোড়শপিণ্ডকম্ ॥ আশ্বিনমাসের অমাবস্তাতে এবং তীর্থপ্রাপ্তিকালে যথাবিধি শ্রাদ্ধ করিয়া ষোড়শপিণ্ড দান করিবে । অমাবস্তায়ামপি মলমাসে শ্রাদ্ধাভাবমাহ-কোঁথুমিঃ । মলমাস । সংবৎসরাতিরেকো বৈ মাসে যঃ স্যাত্রয়োদশ । তশ্বিংস্ত্রয়োদশে শ্রাদ্ধং নঃকুৰ্য্যাদিন্দুসংক্ষয়ে ॥ মলমাসে শ্রাদ্ধ করিতে নাই। কৌখুমি বলেন,—সংবৎসরের অতিরিক্ত যে একটি প্রয়োদশ মাস হয়, সেই ত্রয়োদশ মাসে অমাবস্যাবিহিত শ্রাদ্ধ করিবে না, ঐ ত্রয়োদশ মাসই মলমাস ।