পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిఫెB পুরোহিত-দৰ্পণ । 는 혁한 1 বিবর্জয়েৎ । গ্রহণে শাবমাশৌচং বিমুক্তৌ সৌতিকং স্মৃতম্। তয়োঃ সম্পত্তিমাত্রেণ উপস্পৃশু ক্রিয়াক্রমঃ ॥ চন্দ্র ও সূর্য্যগ্রহণে ব্রাহ্মণাদি সমস্ত বর্ণেরই অশৌচ হইয়া থাকে । স্নান করিলে সেই অশোঁচের অন্ত হয়। গ্রহণের পূৰ্ব্বে অন্নপাক হইলে, গ্রহণের পর সেই অন্ন পরিত্যাগ করিবে । গ্রহণে মরণাশৌচ ও মুক্তিতে জননাশোঁচের मृ;शु অশৌচ হা । অতএব গ্রহণকালে স্বান করিয়া শ্রাদ্ধাদি কার্য্য করিবে ও মুক্তির পর পুনরায় স্বান করিবে । __ _ গ্রহণে গঙ্গাস্নান । অদ্ব্যেত্যাদি—রাহুগ্ৰস্তনিশাকবে ( দিবাকরে বা ) অমুকগোত্র শ্রাতামুক দেবশৰ্ম্মা বহুশতচন্দ্রগ্রহণকালীন গঙ্গাস্বানজন্তফল-সমফলপ্রাপ্তিকামো গঙ্গায়াং স্বানমহং করিক্ষ্যে । ওঁ বিষ্ণুপাদপ্রস্তাসি—মন্ত্র পাঠ করিয়া স্বান করিবে । ( প্রথম খণ্ড দেপ ) মুক্তিস্বানের পর পাঠ করিবে— ওঁ উত্তিষ্ঠ গম্যতাং রাহো ত্যজ্যতাং চন্দ্রসঙ্গমঃ । কৰ্ম্মচণ্ডালমোগোথং কুরু পাপক্ষয়ং মম | সূৰ্য্যগ্রহণ হইলে "চন্দ্রসঙ্গমঃ” স্থলে “সূর্য্যসঙ্গমঃ” পাঠ করিবে । চূড়ামণিযোগ । চন্দ্রগ্রহশ্চন্দ্রবারে সূর্য্যে স্বর্য্যগ্ৰহস্তথা। চূড়ামণিরয়ং যোগস্তত্রানস্তফলং লভেৎ | সোমবারে চন্দ্রগ্রহণ এবং রবিবারে স্বৰ্য্যগ্রহণ হইলে চুড়ামণিযোগ হয়,— ইহাতে জানাদির ফল অনন্ত । ஆறாம்ாம் গ্রহণে পুরশ্চরণ । গ্রহণের অনিশ্চয়তাহেতু পূৰ্ব্বদিবস উপবাসাদি না করিয়াও পুরশ্চরণ করিতে পারা যায়। গ্রহণে সমস্ত জলই গঙ্গাজলের তুল্য। অতএব গঙ্গাতীরে না হইলেও যে সে নদীতে বা জলাশয়ে গ্রহণ-পুরশ্চরণ হইয়া থাকে। গ্রহণের জারস্তে দান করিয়া মুক্তিকাল পৰ্য্যন্ত নদীতীরে বা যে কোন পবিত্র স্থানে P