পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

한 | চুড়াকরণ । , 88ማ 一一● কোলে লইয়া পতির বামপাশ্বে পূৰ্ব্বমুখী হইয়া বসিবেন । পরে আপন বস্ত্রাঞ্চল দ্বারা কুমারের মস্তক ঢাকিবেন । পরে, পিতা সত্য নামক অগ্নিকে তাবাহনাদি করিয়া প্রকৃত কৰ্ম্মারস্তে সমিধ অগ্নিতে নিক্ষেপ করিয়া ব্যস্তসমস্ত মহাব্যাহতি হোম করিবেন। * পরে পিতা অগ্নির দক্ষিণে স্থিত ক্ষুবপাণি নাপিতকে দেখিয়া পরবর্তী মন্ত্র পড়িবেন,—প্রজাপতিঋষিঃ সবিতা দেবতা চড়াকরণে বিনিয়োগঃ । ওঁ আয়মগাৎ সবিতা ক্ষুরেণ । পরে কাংস্যপত্রিস্থিত গরমজল দেখিয়া পরের মন্ত্র পড়িবেন,—প্রজাপতিঋষিবৰ্ণয়ুৰ্দ্দেবতা চড়াকরণে বনিয়োগঃ। ওঁ উঞ্চেন বায়উদকেনৈধি ; 血 এই সময় বামহস্তদ্বারা পুত্রেব দক্ষিণ কর্ণের কিঞ্চিৎ উপরিভাগের কেশ লইয়া দক্ষিণহস্তদ্বারা পূৰ্ব্বস্থাপিত কিঞ্চিৎ উঞ্চোদক লইয়। সেই জলে ঐ কেশ ভিজাইয়া দিবে, মন্ত্র,— প্রজাপতিঋষিরাপো দেব তা চড়াকরণে বিনিয়োগঃ ! ওঁ আপ উদন্তু জীবসে । অনন্তব ক্ষুব দেখিয়া—“প্রজাপতিঋষিবিষ্ণুদেবতা চুড়াকরণে বিনিয়োগঃ। “ওঁ বিষ্ণোৰ্দ্দংষ্ট্রোইসি” বুলিবেন । পরে, পুৰ্ব্বপ্রতিষ্ঠিত দর্ভপিঞ্জলীর একটি লইয়া, দক্ষিণকর্ণের উপরিভাগের আদ্রকেশে উদ্ধ মূল করিয়া বন্ধন করিবেম, মন্ত্র যথা— প্রজাপতিঋষিরোমপিদেবতা চুড়াকরণে বিনিয়োগঃ । ওঁ ওষধে ত্রায়স্বৈনম্। পরে বামহস্তদ্বারা গৃহীত দর্ভপঞ্জলী সহিত কর্ণের উপরিভাগে দক্ষিণহস্তস্তিত ক্ষুরদ্বারা নিম্নলিখিত মস্ত্রে স্পশ করিবেন । মন্ত্র,--“প্রজাপতিঋষিঃ স্বধিতির্দেবতা চুড়াকরণে বিনিয়োগঃ। ওঁ স্বধিতে মৈনং হিংসীঃ” । আবার ঐ স্থানের কেশ পূৰ্ব্ববৎ ক্ষুবদ্বারা স্পর্শ করিয়া এই মন্ত্র পড়িবেন,— প্রজাপতিঋষিঃ পুম্বা দেবতা চূড়াকরণে বিনিয়োগঃ। ওঁ যেন পু্যা বৃহস্পতেবর্বায়োরিন্দ্রস্য চাবপৎ । তেন তে রূপামি ব্রহ্মণ জীব তবে জীবনায় দীর্ঘায়ুপ্রায় বর্চসে। পরে ঐ ক্ষুর দুইবার নাড়িয়া দক্ষিণকর্ণের উপরিভাগের চুল কৰ্ত্তন করিয়া বৃষগোময়পাত্রে দর্ভপঞ্জলী সহিত রাখিবেন । পরে সস্তানের মস্তকের পশ্চাদভাগে নিয় স্থানের কেশ উষ্ণ জলদ্বারা । ধৌত করিয়া ক্ষুর দর্শন ও দর্ডপিঞ্জলী সংযোগ প্রভৃতি মন্ত্র পড়িয়া করিতে হইবে । পুনশ্চ ঐরুপ বামকর্ণের উৰ্দ্ধস্থানের কেশে উষ্ণজল স্ত্রক্ষণ প্রভৃতি কাৰ্য্য মন্ত্র পাঠপূৰ্ব্বক পূৰ্ব্ববৎ করিতে হইবে। পরে, পিতা উভয় করতলদ্বারা কুমারের মস্তক আবৃত করিয়া এই মন্ত্র