পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8१९ পুরোহিত-দৰ্পণ । | مقسد গর্তের বীর্য্যবত্ত-কামনায় বধুর ক্রোড়-সমীপে একটি পাত্রে জল রাখিয়া মন্ত্র পাঠ করিয়া অভিমন্ত্রিত করিবে, যথা—ওঁ সুপর্ণোহসি গরুক্সাংখ্রিস্তুত্তে শিরো গায়ত্র্যঞ্চক্ষুবৃহদ্রধস্তরে পক্ষেী । স্তোম আত্মাছন্দাংস্যঙ্গানি যজুংষি নাম । সাম তে তমুৰ্ব্বামদেব্যং যজ্ঞাথজ্ঞিয়ং পুচ্ছং ধিষ্ণ্যাঃ শফাঃ ওঁ সুপর্ণেহসি গরুত্মান দিবঙ্গচ্ছ স্বঃ পত” । অনন্তর শাস্তি আশীৰ্ব্বাদ, অছিদ্রাবধার ন্তি করিবে । সীমস্তোন্নয়ন । পুংসবন মাসে অথবা গর্ভের যষ্ঠ বা অষ্টমমাসে শুভদিনে প্রাতঃকালে নিত্য ক্রিয়াদি সমাধা করিয়া,পতি পত্নীকে স্নান করাইবে । তদনন্তর মাতৃকাপুজা বসুধারা ও বৃদ্ধিশ্রাদ্ধাদি করিয়া, পূৰ্ব্বমুখে উপবিষ্ট হইয়া পুনরায় আচমন করিবে । তদনন্তর আচারানুসারে গোরোচনা দ্বারা অঙ্কিত ‘শঙ্খ-চক্র-গদাপদ্ম ও কেশব নামযুক্ত পীতবাস যুগ পরিধারিণী কৃতমঙ্গলাচারা আচাত্ত পত্নীকে আত্মবামে শঙ্খ-চক্র-গদা-পদ্ম-যুগাঙ্কিত যাজ্ঞিক বৃক্ষঘটিত ভদ্রপীঠোপরি উপবেশন করাইবে । তদনন্তর পতি অগ্নি-স্থাপনার্থ হস্তপ্রমাণ স্থণ্ডিল স্থাপন করিয়া পূৰ্ব্বোক্ত নিয়মে প্রোক্ষণী পাত্র স্থাপনান্তে কুশণ্ডিকা করিয়া তিল-দুগ্ধ মিশ্রিত একমুষ্টি তণ্ডুল গ্রহণ করিয়া পাঠ করিবে--“ওঁ প্রজাপতয়ে ত্বা জুষ্টং গৃহ্নামি” । তৎপরে—“ওঁ প্রজাপতয়ে ত্বা জুষ্টং মিৰ্ব্বপামি” –এই বলিয়া উদুখলে নিক্ষেপ করিয়া—“ওঁ প্রজাপতয়ে ত্বা জুষ্টং প্রোক্ষয়ামি ।”—এই মন্ত্রে প্রেক্ষিণ করিবে। এবং অগ্নয়ে স্বিষ্টিকৃতে ত্বা জুষ্টং গৃহ্নামি ৷ ইত্যাদি গ্রহণ নিৰ্ব্বপণ ও প্রেক্ষিণ করিবে । তদনন্তর মুঘলদ্বারা আঘাত প্রদান করিয়া কুলাম্বারা তিনবার ঝাড়িয়া, জলদ্বারা তিনবার ধৌত করিয়া চাউলগুলি চরু-স্থালীতে দুগ্ধসহ চড়াইয়া দিয়া পাক নিম্পাদন করিবে । পরে আজ্যভাগাস্ত কুশণ্ডিকা সম্পাদন করিয়া প্রকৃত কৰ্ম্মারস্ত করিবে । প্রকৃত কৰ্ম্ম যথা,-“আগ্নে ত্বং মঙ্গলনামাসি" ইহা বলিয়া অগ্নির মঙ্গল এই নামকরণ করিয়া আবাহনপুৰ্ব্বক “এতৎ পাদ্যং ওঁ মঙ্গলনায়ে মগ্নয়ে নমঃ-এই ক্রমে পাদ্যাদি দ্বারা পূজা করিয়া যথোক্তবিধিতে ক্রক ও ক্ৰব লইয়া এবং ঘৃত দিয়া তাহাতে চরু গ্রহণ করতঃ পুনরায় স্কৃতক্রব দান করিয়৷ আহুতি দিবে;–“ওঁ প্রজাপতয়ে স্বাহ । ইদং প্রজাপতয়ে” । পুনরায় উক্ত প্রকারে চরু গ্রহণ করিয়া আহুতি দিবে,-“ওঁ অগ্নয়ে, স্বিষ্টিকুতে শ্বাহী। रेमभक्षुम्न थिङ्किइन्छ" । * * * ، ‘‘ ، یذ