পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8w o পুরোহিত-দর্পণ । ৩য় খণ্ড । লৌহস্কুর মস্তকের উপরে তিনবার ভ্রমণ করাইবে, একবার মন্ত্র পাঠ করিয়া এবং দুইবার আমন্ত্রক । মন্ত্র যথা,—“ওঁ যৎ স্কুরেশ মজ্জয়তা সুপেশস) বপ্তা বা বপতি কেশান । ছিন্ধি শিরো মাস্তায়ঃ প্রমোন্তীঃ”। জলদ্বারা সমস্ত মস্তক মার্জনা করিয়া পাঠ করিবে,-“ওঁ অক্ষুন্নং পরিবপ" । তৎপরে নাপিতদ্বারা কুলাচার অনুসারে মস্তকমুণ্ডন ও কর্ণবৈধ করাইয়া দিবে। ঐ কেশাদি সমস্তই বৃষ-গোময়-গৰ্ভ শরাবে সংস্থাপন করিয়া মঙ্গলাচার সহকারে গোষ্ঠে, সরোবরে কিংবা পুষ্করিণীতে নিক্ষেপ করিবে। তদনন্তর কুমারকে পুনরায় স্বান করাইয়া মঙ্গলাচরণপূর্বক অগ্নির পশ্চিম দিকে উপ বেশন করাইয়া শান্তিকৰ্ম্ম, কুমারকে অভিষেক, আশীৰ্ব্বাদ ও অচ্ছিত্রাবধারণ করিবে । আচাৰ্য্যকে দক্ষিণ গোদান করিবে এবং এক বৎসর যাবৎ কেশ মুণ্ডন করিবে না ও এক বৎসর অশক্ত হইলে ত্রিরাত্র ব্রহ্মচৰ্য্যাদি করিবে । উপনয়ন । পিতা শুভদিনে নিত্যক্রিয়াদি সমাপনপূর্বক আচমন করিয়া স্বস্তিবাচন ও সংকল্প করতঃ বিবাহ-পদ্ধতি অনুসারে গৌর্য্যাদি ষোড়শমাতৃকা-পূজা ও বৃদ্ধিশ্রাদ্ধ সমাপন করিয়া প্রায়ুখে উপবেশন পূর্বক অগ্নিস্থাপন করবে। হস্ত প্রমাণ স্থণ্ডিল তিনবার মার্জন, গোময়দ্বারা তিনবার লেপন, কুশদ্বারা তুষ্ণীস্তাবে পূৰ্ব্বাগ্র রেখাত্রয় অঙ্কন, রেখাত্রয় হইতে উৎকীর্ণ মৃত্তিক তিনবার উত্তোলন, জলদ্বারা বারক্রয় অভু্যক্ষণ, আত্মদক্ষিণে অগ্নি আনয়ন, প্রজ্বলিত কুশদ্বারা ক্ৰব্যাদাংশ পরিত্যাগ, তুষ্ণীস্তাবে স্থণ্ডিলে অগ্নি আরোপণ, ব্রাহ্মণত্রয়ার্থ ভোজ্য উৎসর্গ প্রভৃতি কাৰ্য্যগুলি সমাপন করিবে। পরে কুমারকে স্বানাদি করাইয়া মাল্যাদিদ্বারা অলস্কৃত করিয়া অগ্নির পশ্চিমে গুরুসকাশে উপবেশন করাইবে । পরে গুরু মাণবককে ( কুমারকে ) বলিতে বলিবেন— “ওঁ ব্ৰহ্মচৰ্য্যমাগামি ইতি ক্ৰহি” । মাণবক বলিবে,-“ওঁ ব্ৰহ্মচৰ্য্যমাগামি” । পুনরায় আচাৰ্য্য বলিতে বলিবেন,—“ওঁ ব্ৰহ্মচৰ্য্যমাসানি ইতি ক্ৰহি” । মাণবক বলিবে,— “ঔ ব্রহ্মচর্য্যমাসানি” । তৎপরে গুরু পট্টবস্ত্র বা শুদ্ধ অন্ত নববস্ত্র লইয়া নিম্ন মন্ত্র পাঠ সহকারে পরিধান করাইবে, যথা—ওঁ যেনেদায় বৃহস্পতিব্বাসঃ পর্য্যদধাদস্মৃতম্। তেন ত্ব পরিদধাম্যায়ুযে দীর্ঘায়ুষ্ট্রায় বলায় বর্চগে । - 峭 . . পরে কুলাচার অনুসারে প্রবরসংখ্যায় ত্রিবেষ্টম-গ্রস্থিযুক্ত ত্রিরাবৃত্তা S DDDB BBBS DDD DDBBB BBBBBB BBB BB BBBD D