পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৫০ পূরোহিত-দৰ্পণ। ১ম খণ্ড।

রাহুঃ কেতুশ্চ তর্পিতাঃ॥ ওঁ ঋষয়ো মুনয়ে গাবো দেবমাতর এব চ। দেবপত্ন্যো ধ্রুবা নাগা দৈত্যাশ্চাপ্সরসাং গণাঃ॥ অস্ত্রাণি সর্ব্বশাস্ত্রাণি রাজানো বহিন্যনি চ॥ ঔষধানি চ রত্নারি কালস্যাবয়বাশ্চ যে॥ সরিতঃ সাগরাঃ শৈলাস্তীর্থানি জলদা নদাঃ। দেবদানবগন্ধর্ব্বা যক্ষরাক্ষসপন্নগাঃ। এতে ত্বামভিষিঞ্চস্তু ধর্ম্মকামার্থসিদ্ধয়ে॥

পঞ্চোপচার-পূজা।
গন্ধপুষ্পে তথা ধূপদীপে নৈবেদ্যমেব চ। অখণ্ডং ফলমাসাপ্ত কৈবল্যং লভতে ধ্রুবম্॥—তন্ত্রসার। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য এই পঞ্চোপচারে পূজা হয়। পঞ্চোপচার পূজায় ধ্যানাদি পাঠ করিতে দেখা যায় না।
দশোপচার-পূজা।
পাদ্যমর্ঘ্যং তথাচামং গন্ধপুষ্পে তথা পরে। ধূপদীপনৈবেদ্যাস্ত উপচাপা দশ ক্রমাৎ। তন্ত্রসার।

পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, স্নালীয়, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য এই দশোপচার পুজা। তন্ত্রসারোদ্ধত বচনে যদিও আচমনীয় পুনরাচমনীয়ের উল্লেখ নাই, কিন্তু টীকাকাব প্রতিষ্ঠাতত্ত্বে উহার উল্লেখ করিয়াছেন।

ষোড়শোপচার-পূজা।
আসনং স্বাগতং পাদ্যমর্থ্যমচেমনীয়কম্॥ মধুপর্কস্তথা স্নানং বসনাভরণানি চ॥ গন্ধপুষ্পে ধূপদীপে নৈবেদ্যাচমনন্ততঃ। তাম্বুলমৰ্চনা স্তোত্রং তর্পণঞ্চ নমস্ক্রিয়া প্রযোজয়েদর্চনায়ামুপচারাংস্তু ষোড়শ॥—তন্ত্রসার॥

আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, স্বানীয়, বসন, আভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, আচমনীয়, তাম্বুল, অৰ্চনা, স্তোত্রপাঠ, তৰ্পণ ও নমস্কার॥

অষ্টাদশোপচার-পুঞ্জ। . আসনং স্বাগতং পাদ্যমধ্যমীচমনীয়কম্। মধুপৰ্কস্তথা স্বানং বন্ত্রোপবীতভূষণম্। গন্ধপুষ্পে তথা ধূপদীপাবল্লঞ্চ দর্পণম্। মাল্যাঙ্কুলেপনঞ্চৈব নমস্কারবিসর্জনে। অষ্টাদশোপচারৈস্তু মন্ত্রী পূজাং সমাচরেৎ —তন্ত্রসার॥,, উপচারদানবিধি।

.. ‘. . . যে দ্রব্য নিবেদন করিতে হইবে, তাহা পুংলিঙ্গবাচক শব্দ ইইলৈ তৎপূর্ব্বে