পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় পঞ্চামৃত । । ৫২৫ গুরু ( আচার্য্য ও গুরু ) কুলপুরোহিত, শিষ্য ( যজমান ও বৈদিক শিষ্ঠ ) ও অধ্যাপক ইহাদিগের কল্প অবিবাহ । 'অকালে কন্যাদান করিলে, দানের ফল নষ্ট হয়। কিন্তু কষ্ঠাকাল উত্তীর্ণ হইলে, অগোঁণে কন্যা পাত্রস্থ করা কৰ্ত্তব্য, তখন আর কালাকাল বিচার করিতে নাই । দশমবর্ষ পর্য্যন্ত কন্যাকাল । যুগ্মবর্ষে বিবাহ হইলে, কন্যা বিধবা ও অযুগে দুৰ্ভগা হয়। অতএব গর্ভ হইতে গণনা করিয়া যুগ্মবর্ষে বিবাহ দিলে, কন্যা পতিব্ৰতা হয়। জন্মযাসাবধি অযুগ্ম বর্ষে তিন মাসের উদ্ধে নয়মাস পর্য্যন্ত ও যুগ্মবর্ষে তিনমাস পর্য্যন্ত যুগা, এই সময়ে বিবাহ দিলে, কন্যা সাধবী ও পুত্রবর্তী হয় । দিবাভাগে বিবাহ হইলে কন্ঠ পুত্রবর্জিত ও বিবাহানলদগ্ধা হয়, অতএব কদাচ দিবা-বিবাহ দিতে নাই । গর্ভাস্টম বা অষ্টমবর্ষ হইতে দ্বাদশ বৎসব বয়স পর্য্যন্ত ব্রাহ্মণ বালকের উপনয়ন কাল । কোন কোন ঋষি বলিয়াছেন, যে বালকের ব্ৰহ্ম-তেজ কামনা করা যায়, তাহার উপনয়ন পঞ্চমবর্ষেই দিবে। দ্বাদশবর্ষ গত হইলে ব্যস্তসমস্তমহাব্যাহতি হোম করিয়া উপনয়ন দিতে হয় । ষোড়শবর্ষ হইলে ব্রাহ্মণ বালকের ব্রাত্য দোষ জন্মে, এমন ঘটিলে সেই দোষ নিবারণ কামনায় চান্দ্রায়ণ এবং গোমূল্য এক কাহন দান কবিয়া উপনয়ন হইতে পারে। মাতৃ পিতৃবিরহিত দুরবস্থাপন্ন বালকের ধেমুত্রয়-মূল্য নবকর্ষপণ উৎসর্গ করিতে হয় । পূৰ্ব্বকালে ব্ৰহ্মচারী গুরুগৃহে উপনীত হইয় বেদপাঠ করিতে যাইতেন, তারপরে ফিরিয়া আসিলে সমাবর্তন সংস্কার হইত, এখন আর তাহা নাই— বেদের সার-গায়ত্রী দীক্ষার দিবসেই অর্থাৎ উপনয়নের দিনেই সমাবৰ্ত্তন সমাধা করিতে হয় এবং গৃহমধ্যে দিবসত্রয় ( বা একাদশ দিবস) বাসপূর্বক তৎপর দিবস প্রাতঃকালে বংশদণ্ড জলে প্রক্ষেপ করিয়া স্নান করিয়া, আগমনের ব্যবহার কাছে, যে কয়দিবস ঘরে থাকা হয়, সে কয়দিবস ব্রহ্মচারি-আচারে থাকিতে হয় এবং শূদ্রাদির মুখদর্শন করিতে নাই-ও হবিষ্কাণী থাকিতে হয় । ஆம் _ _ன் து পঞ্চামৃত । লাবন-গণিত পঞ্চমমাসের গর্ভিণীকে স্ব স্ব বেদোক্ত মন্ত্র পাঠ করিয়া-- লামবেদী সামবেদোক্ত পঞ্চামৃত শোধনের মন্ত্র পাঠ করিয়া, যজুৰ্ব্বেদী এবং