পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । দীক্ষা-প্রকরণ । 4లఊ দেবগণ, ইহাতে অ আ,—ভরণী:নক্ষত্রে মানুষগণ, ইহাতে ই-কৃত্তিক রাক্ষসগণ, ইহাতে ঈ উ উ,—রোহিণী মানুষগণ, ইহাতে ঋ ঋ ৯ ৯,—মৃগশিরা দেবগণ, ইহাতে এ,-আর্দ্র মানুষগণ, ইহাতে ঐ –পুনৰ্ব্বসু দেবগণ, ইহাতে ও ঔ,— পুস্তা দেবগণ, ইহাতুে ক,-অশ্লেষ রাক্ষসগণ, ইহাতে খ গ—মঘা রাক্ষসগণ, ইহাতে ঘ ঙ,–পুৰ্ব্বফল্গুনী মাকুযগণ, ইহাতে চ,—উত্তরফাল্গুনী মানুষগণ, ইহাতে ছ জ,—হস্তা দেবগণ, ইহাতে ঝ ঞ,—চিত্র রাক্ষসগণ, ইহাতে ট ঠ,—স্বাতী দেবগণ ইহাতে ড,—বিশাখা রাক্ষসগণ, ইহাতে ঢ ণ,—অন্ধুরাধা দেবগণ, ইহাতে ত থ দ,-জ্যেষ্ঠ রাক্ষসগণ, ইহাতে ধ—মূল রাক্ষসগণ, ইহাতে ন প ফ,-পূৰ্ব্বাষাঢ়া মানুষগণ, ইহাতে ব,—উত্তরাষাঢ়া মানুষগণ, ইহাতে ভ,--শ্রবণা দেবগণ, ইহাতে ম—ধনিষ্ঠ রাক্ষসগণ, ইহাতে য র,— শতভিষা রাক্ষসগণ, ইহাতে ল,—পূৰ্ব্বভাদ্রপদ মানুষগণ, ইহাতে ব শ —উত্তরভাদ্রপদ মাসুৰগণ, ইহাতে ষ স হ এবং রেবতী দেবগণ, ইহাতে লক্ষ অং অঃ বর্ণ লিখিতে হইবে। স্বজাতিতে পরম প্রীতি, ভিন্ন জাতিতে মধ্যম প্রতি, রাক্ষস ও মন্ত্রন্থে বিনাশ এবং রাক্ষস ও দেবগণে শক্রতা হয় । মন্ত্রগ্রহীতার জন্মনক্ষত্র এবং মস্ত্রের আদি অক্ষর যে গৃহে পড়িবে, সেই গৃহ-গত নক্ষত্র লইয়া গণনা করিবে । যদি মন্ত্র ও মন্ত্রগ্রহীতার এক গণ হয়, তবে সেই মন্ত্র গ্রহণে শুভ হইয়া থাকে, এবং যাহার মাকুষগণ, সে দেবগণ-মন্ত্র গ্রহণ করিতে পারে । মানুষগণ ও স্বাক্ষসগণে এবং রাক্ষসগণ ও দেবগণে শক্রতা হয়, কাজেই তাদৃশ মন্ত্র গ্রহণ করিলে না । জন্ম, সম্পৎ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র ও পরমমিত্র, এই নয়ট নক্ষত্রের নাম নির্দিষ্ট করিয়াছেন । মন্ত্রগ্রহীতার জন্মনক্ষত্র হইতে আরস্ত করিয়া মন্ত্র নক্ষত্র পর্য্যন্ত অর্থাৎ যে নক্ষত্রে মস্ত্রের আদ্যক্ষর আছে, সেই নক্ষত্র পর্য্যন্ত জন্ম, সম্পদাদিক্রমে পুনঃপুন গণনা করিবে । যদি জন্ম নক্ষত্র হইতে মন্ত্রনক্ষত্র জন্ম, পঞ্চম কিম্ব সপ্তম হয়, তবে সেই মন্ত্র পরিত্যাগ করিবে । এই জন্তই শাস্ত্রে উক্ত হইয়াছে যে, যষ্ঠ, অষ্টম, নবম কিম্ব চতুর্থ মন্ত্র শুভ, অন্য মন্ত্র অশুভ। মন্ত্রগ্রহীতার জন্মনক্ষত্র হইতে গণনা করিতে হুইবে, কিন্তু যদি জন্মনক্ষত্র স্মরণ না থাকে, তবে মন্ত্রগ্রহীতার নামের জাগুক্ষর স্নষন্ধি নক্ষত্র গ্রহণ করিয়া গণনা করিবে । లిచి