পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q38 পুরোহিত-দর্পণ । 9 한 তদনন্তর আচমন করতঃ নারায়ণ প্রভৃতি দেবতাগণকে গন্ধপুষ্প দান করিয়া স্বস্তিবাচন করিবে এবং তদনন্তর সংকল্প করিবে যথা,—“অঙ্কেত্যাদি অমুকে মালি অমুকরাশিন্থে ভাস্করে অমুকে পক্ষে, অমুকতিখে অমুকগোত্রঃ শ্ৰীঅমুকদেবশর্থ ধৰ্ম্মার্থকামমোক্ষগ্রাপ্তিকামঃ অমুকদেবতায় ইয়াক্ষরাত্মকমন্ত্রগ্রহণমহং করিষ্যে ।” পরে সংকল্পস্বত্তাদি পাঠ করিয়া গুরু বরণ করবে ( ১ম খণ্ড ৮৭ পৃঃ দেখ) । . অর্চনান্তে গুরুর দক্ষিণ জাকু ধরিয়া শিষ্য পাঠ করিবে,—অস্তেত্যাদি— মৎসঙ্কল্পিত অমুকদেবতায় ইয়দক্ষরাত্মকমন্ত্রগ্রহণকৰ্ম্মণি গুরু কৰ্ম্মকরণীয় অমুকগোত্ৰং শ্ৰীঅমুকদেবশৰ্ম্মাণং এভিঃ পাদ্যাদিভিরভ্যর্চ্য গুরুত্বেন ভবন্তমহং রণে । তদনন্তর গুরু স্থাপিত ঘটে বা শালগ্রামে অথবা বাণলিঙ্গে কিস্ব চন্দনাদি দ্বারা তাম্রপাত্রে যন্ত্র অঙ্কিত করিয়া নিজ নিজ পদ্ধতিক্রমে আবাহনাদি করিয়া যথাশক্তি দেবতার পূজা করতঃ তান্ত্রিক-বিধানে হোম করিয়া যে মন্ত্র দেওয়া হইবে, সেই মন্ত্র স্বাহান্ত করিয়া অষ্টোত্তর শতবার পূজিত দেবতার হোম করিবেন। পরে গুরু শিষ্যকে উত্তরাভিমুখে উপবেশন করাইয়া স্থাপিত ঘটের জলে বা কোশার জলে এক শত আটবার প্রদেয় মন্ত্র জপ করিয়া ঐ জল শিষ্যের মস্তকে কলস মুদ্র দ্বারা প্রদান করিয়া অভিষেক করিবেন। তৎপরে—“ওঁ সহস্রায় হুং ফটু” মন্ত্রে শিষ্যের শিখাবন্ধন কবিয়া দিয়া মস্তকের উপর দেয় মন্ত্র একশত আটবার জপ করিবেন । তৎপরে শিষ্যের হাতে এক অঞ্জলি জল দান করিয়া গুরু বলিবেন,--“অমুকমন্ত্ৰং তে দদানি, আবয়োস্তুল্যফলদেী ভবতু।” শিষ্য বলিবেন, —“দদস্ব।” গুরু পূৰ্ব্বমুখে বসিয়া প্রদেয় মন্ত্র প্রণবপুটিত করতঃ সাতবার জপ করিবেন, তৎপরে কেবল মন্ত্রট একশত আটবার জপ করিবেন—আবার ঐ মন্ত্র প্রণবপুটিত করিয়া সাতবার জপ করিবেন। তদনত্তর গুরু শিষ্যের দেহে ঋষ্যাদি ন্যাস করিলে শিষ্য মস্তক আচ্ছাদন করিয়া পশ্চিম মুখ হইয়া বসিয়া দুই হস্তে গুরুর দুই পদ ধারণ করিবে । তখন গুরু ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশু শিষ্যের দক্ষিণ কর্ণে ঋষিছন্দ আদি যুক্ত বীজমন্ত্র স্পষ্ট স্পষ্ট করিয়া তিনবার বলিয়া দিবেন। স্ত্রী ও শূদ্রের বামকর্ণে তিনবার কেবল শুদ্ধ মন্ত্র শুনাইবেন । গৃহীত-মন্ত্র শিষ্য তখন পাঠ করতঃ ভুলুষ্ঠিত হইয় গুরুর চরণে প্রণাম করিবেক । মন্ত্র যথা—“নমস্তে নাথ ভগবন শিবায় গুরু রূপিণে।