পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(?8. পুরোহিত-দর্পণ ৩য় খণ্ড: কূৰ্ম্মচক্র । দ্বীপ স্থানে কৰ্ম্ম করিলে, তাহাতে শুভফল হয়। যে স্থানে পুরুষ দীপ্যমান হয়, তাহাকেই দীপস্থান বলে । * জপাদির ঘথাবিধি স্থান নির্দেশ করিয়া সেই স্থানে একটি চতুষ্কোণ মণ্ডল করিবে ; অনন্তব ঐ চতুরস্ৰকে নয় কোষ্ঠায় বিভক্ত করিয়া একটা কুৰ্ম্মচক্র নির্মাণ করিতে হইবে । এই চক্র পূর্বদিক হইতে আরম্ভ করিয়া সপ্ত কোষ্ঠীয় সপ্তবর্গ এবং ঈশান কোণে লক্ষ এই দুই বর্ণ লিখিলে । চতুরস্রের মধ্যস্থিত নয়কোষ্ঠের মধ্যে অষ্ট কোষ্ঠাতে এইরূপ পূৰ্ব্বদিক হইতে আরম্ভ করিয়া দুই দুইটা করিয়া ষোড়শ স্বরবর্ণ লিখিতে হইবে । এই চক্রের যে স্থানে ক্ষেত্রের—অর্থাৎ গ্রামের আদ্যক্ষর দৃষ্ট হইবে, সেই স্থানেই কুর্মের মুখ নিশ্চয় করিবে । মুখের উভয় পাশ্বে যে দুই কোষ্ঠী, তাহা দুই হস্ত, হস্তদ্বয়ের নিয়ে যে দুই কোষ্ঠী, তাহা কুর্যের কুক্ষি এবং সৰ্ব্ব নিয়ে যে তিনটা কোষ্ঠী দেখা যাইবে, তাহার দুই পাশ্বের দুই কোষ্ঠী দুই পদ ও অবশিষ্ট কোষ্ঠা কূৰ্ম্মের পুচ্ছস্বরূপ জানিতে হইবে । মধ্যস্থ নবকোষ্ঠীকেও এইরূপে মুখ ও হস্তাদিতে বিভক্ত করিতে হইবে । এই প্রকারে কুর্মের অঙ্গ বিভাগ করিয়া লইবে । জপ-পূজাদিমগুপে উক্তরূপে কুৰ্ম্মচক্র অঙ্কিত করিয়া উপবেশন-স্থান স্থির করিয়া লইৰে । অণ্ডপের যে ভাগে কুর্গের মুখ, সেইভাগে বসিয়া পুজা জপ আদি কাৰ্য্য করিলে