পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬২ পুরোহিত-দর্পণ । ৪র্থ খণ্ড। পরে পিতৃপাত্রে পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধপ্রমাতামহ পাত্রের জল ক্ৰমান্বয়ে লইয়া, প্রপিতামহপাত্রার আচ্ছাদিত করিয়া বামদিকে সমূল কুশের উপর “ওঁ পিতৃভ্যঃ স্থানমসি” বলিয়া কুজ করিবে—অর্থাৎ বাহাতে নীচেরট উপরে, উপরেরটা নীচে যায়, এরূপভাবে স্থাপন করিবে । । গন্ধাদি-দান —উত্তরাভিমুখ পাতিত দক্ষিণজামু উপবীতী হইয়া,“ওঁ পুরূরবে। মাদ্রবসেী বিশ্বেদেবী এতানি বো গন্ধপুষ্পধুপদীপাচ্ছাদননি নমঃ" এই বলিয়া গন্ধপুষ্প ধুপদীপ আচ্ছাদন উৎসর্গ করিয়া "এষ বো গন্ধঃ” বলিয়া গন্ধ, “এতদ্বঃ পুষ্পং” বলিয়া পুষ্প দৈবব্রাহ্মণে এবং “এষ বো ধূপঃ” বলিয়া ধূপ, “এষ বো দীপঃ” বলিয়া দীপ, ব্রাহ্মণসমীপে এবং “এতদ্বঃ আচ্ছাদনং" বলিয়া বস্ত্র দৈবব্রাহ্মণে দিবে। পরে দক্ষিণাভিমুখ পাতিতবামজান্স প্রাচীনাবীতী হইয়া “অমুকগোত্র পিতরমুক, অমুকগোত্র পিতামহ অমুক, অমুকগোত্র প্রপিতামহ অমুক, এতানি তে গন্ধপুষ্পধুপদীপাচ্ছাদননি “ওঁ যে চাত্র ত্বামন্ত্র যাংশ্চ ত্বমমু তস্মৈ তে স্বধা” এই বলিয়া উৎসর্গ করিয়া “এষ তে গন্ধঃ” বলিয়া গন্ধ, “এতত্তে পুষ্পং” বলিয়া পুপ, পিতৃব্ৰাহ্মণে “এষ তে ধূপঃ” বলিয়৷ ধূপ, “এষ তে দীপঃ” বলিয়া দ্বীপ পিতৃব্ৰাহ্মণসমীপে এবং “এ তত্তে আচ্ছাদনং" বলিয়া বস্ত্র পিতৃব্ৰাহ্মণে দিবে। এইরূপ মাতামহ, প্রমাতামহ, বুদ্ধপ্রমাতামহের নামোল্লেখ করিয়া গন্ধ, পুষ্প, ধুপ, দীপ, তাচ্ছিাদন উৎসর্গ করিয়া, মাতামহপক্ষের ব্রাহ্মণে গন্ধ, পুষ্প, বস্ত্র এবং ব্রাহ্মণসমীপে ধূপ দীপ দিবে, ইহার মধ্যে কোন দ্রব্যের অভাব হইলে ঘব দিলে । অন্নদান –প্রথমে দৈবব্রাহ্মণের, পরে পিতৃব্ৰাহ্মণের, তৎপরে মাতামহ পক্ষের ব্রাহ্মণের সম্মুখের কুশাদি ফেলিয়া পরিষ্কার করিয়া, জলধারা দ্বারা দৈবপক্ষে ঈশান কোণ হইতে আরম্ভ করিয়া দক্ষিণ বৰ্ত্তক্রমে পুৰ্ব্বাগ্ররেখ - বিশিষ্ট করিয়া একটী এবং পিতৃ ও মা তামং পক্ষ নৈঋত কোণ হইতে আরম্ভ করিয়া বামাবর্তৃক্রমে দক্ষিণ গ্ররেখাবিশিষ্ট করিয়া এক একটা চতুষ্কোণ মণ্ডল ব্রাহ্মণের সম্মুখে অঙ্কিত করিয়া, তাহার উপ। তিনখানি ভোজনপত্র স্থাপন করিবে । পরে একটী পাত্রে ঘৃতসহ কিছু অন্ন গ্রহণ করিয়া “ওঁ অগ্নে করিয়ামি" বলিলে, পুরোহিত বলিবেন, “ওঁ কুরুত্ব” । “ওঁ স্বাহা" এই বলিয়া একটা পাত্রস্থিত জলে কিঞ্চিৎ অন্ন দিবে। পরে "লোমায় পিতৃমতে" ইহা বলিবে, “ওঁ স্বাহা" বলিয়। আর কিঞ্চিৎ অন্ন দিয়, পরে “অগ্নয়ে কব্যবাহনায়" বলিবে। পরে অমন্ত্রক দুইবার ঐ জলে কিঞ্চিৎ অন্ন দিয়া, দৈবপাত্রে দুইবার, •