পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

க (Nys পুরোহিত-দর্ণ । 8९f ३७ ॥ অৰনেনিশ্ব ওঁ যে চাত্র ত্বামকু যাংশ্চ ত্বমক্স তস্মৈ তে স্বধা” এই বলিয়া আস্তীর্ণ কুশের মূলদেশে জলের ছিটা দিবে। অনন্তর প্রত্যেকবার জলস্পর্শপূর্বক পিতামহ ও প্রপিতামহের নাম উল্লেখ করিয়া আস্তীর্ণ কুশের মধ্যে ও অগ্রভাগে জলের অভু্যক্ষণ করিবে। এইরূপে মাতামহপক্ষেও আস্তীর্ণকুশের মূল মধ্যে ও অগ্রভাগে মাতামহাদিত্রেয়ের নামোল্লেখপূর্বক জলের অভুক্ষিণ করিবে। পরে আহুতির শেষ এবং অন্নাদির অবশিষ্ট সকল একত্র করিয়া বিহুপরিমাণ ৬টি পিণ্ড প্রস্তুত করিয়া ঘৃত মধু প্রভূতি এবং একটি তুলসীপত্র ও এক একটি মোটক, এক একটি পিণ্ডে দিয়া বামহস্ত গৃহীত পাত্র হইতে দক্ষিণহস্তে একটি পিণ্ড নিয়া “ওঁ মধুবাতা” মন্ত্র “ওঁ মধু মধু মধু” । “ওঁ অক্ষন্নমীমদন্ত হব প্রিয়া অযুত। অস্তোষত স্বভানবো বিপ্রানবিষ্ঠয় মতী যোজ ন্বিন্দ্র তে হরী।” ওঁ অমুকগোত্র পিতঃ অমুক এয তে পিণ্ডঃ ওঁ যে চাত্র ত্বামকু যাংশ্চ ত্বমনু তস্মৈা তে স্বধা” বলিয়া পিতৃপক্ষের আস্তীর্ণ কুশের মূলে দিবে। ঐরূপ “ওঁ মধুবাত।” ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া পিতামহ নাম উল্লেখ করিয়া কুশের মধ্যে, প্রপিতামহ নাম উল্লেখ করিয়া কুশের অগ্রে ; মাতামহ নাম উল্লেখ করিয়া মাতামহপক্ষের আস্তীর্ণ কুশের মূলে, প্রমাতামহ নাম উল্লেখ করিয়া মধ্যে, বুদ্ধপ্রমাতামহ নাম উল্লেখ করিয়া অগ্রে, আর ৫টি পিণ্ড দিবে। পিণ্ড দিবার পর এক একবার জল স্পর্শ করিয়া লইতে হইবে । পাত্রে পিণ্ডের অবশিষ্ট অংশ যাহা থাকিবে, পিণ্ডের উপর কিছু কিছু দিবে । হাতে পিণ্ডের যাহা কিছু লাগিয়া থাকিবে, এক গাছি কুশের মূল দ্বারা “ওঁ লেপভুজঃ পিতরঃ প্রায়ন্তাং” এই মন্ত্রে ঘসিয়া পিণ্ডে দিবে। উভয় হস্ত প্রক্ষালন, আচমন ও হরিস্মরণপূর্বক পিণ্ডপাত্র প্রক্ষালন করিয়া ঐ পাত্র বাম হস্ত হইতে দক্ষিণ হস্তে নিয়া প্রক্ষালন জলদ্বারা “ওঁ অমুকগোত্র পিতরমুক অবনেনিম্ফ ওঁ যে চাত্র ত্বামনু যাংশ্চ ত্বময় তস্মৈ তে স্বধ” এই মন্ত্র পড়িয়া পিতৃপিণ্ডে অবনেজন করিবে । ঐ রূপ ক্রমান্বয়ে পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, রদ্ধপ্রমাতামহপিণ্ডে দিবে। অনন্তর “ওঁ, আর পিতরে মাদয়ধবং ওঁ যথাভাগ-মাবৃষায়ঞ্চবং” জপ করিবে । পরে আচমন করিয়া বামাবৰ্ত্তক্রমে উত্তরাতিমুখী হইয়া শ্বাস বন্ধ করিয়া ঐ পথে প্রত্যাবৰ্ত্তম পূর্বক সকল পিতৃপুরুষকে ভাস্কর-মুর্তি চিন্তা করিতে করিতে “ওঁ অমীমদন্তঃ পিতরে রথাভাগমাৰ্ববায়ধ্বং” এই মন্ত্র জপ করিবে । পরে শ্বাস ত্যাগ করিবে । অনন্তর কৃতাঞ্জলি হইয়া “ওঁ নমো বঃ পিতরঃ পিতরো নমো বঃ” পাঠ করিখে। ‘ওঁ গৃহান্নঃ পিতরো দত্ত” এই মন্ত্র পাঠ করিয়া গৃহিণীকে দেখিবে ৮