পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՓԳեր 幢 পুরোহিত-দর্পণ। ৪র্থ খণ্ড { বাহির করিয়া পুতিবে এবং প্রস্থতিকে দ্বাহ করিবে । দুই বৎসরের কম বয়স্ক ব্যক্তিকে দাহ করিতে হয় না, ভূগর্ভে প্রোথিত করিতে হয় । ஆ পর্ণনরদাহ । যাহার দাহ হয় নাই, বা মুখাগ্নি পৰ্য্যন্ত হয় নাই—এবং যাহার অস্থি পাওয়া যায় নাই, তাহার দাহকাৰ্য্য জন্য পর্ণনর দাহ বা কুশপুত্তলিক দাহ করিতে হয় । 軸 শরের পাতার দ্বারা একটী পুত্তলিকা প্রস্তুত করিয়া, ঐ পুত্তলিকার মস্তকে চল্লিশটা, গ্রীবাদেশে দশট, বক্ষঃস্থলে ত্রিশট, উদরে কুড়িটী, দুই বাহুতে পঞ্চাশটা করিয়া একশতট, দুই উরুতে পঞ্চাশটা করিয়া একশতট, হাতের প্রতি অঙ্গুলিতে একটা করিয়া দশটী, অণ্ডদ্বয়ে তিনটা করিয়া ছয়ট, উপস্থে চারিট, উভয় জানু ও জঙ্ঘায় পনরটা করিয়া ত্রিশট, দুই পায়ের অঙ্গুলির প্রতি অঙ্গুলিতে একটা করিয়া দশটী—এই সৰ্ব্বসমেত তিন শত যাইটটা পলাশপত্র সাজাইয়া দিবে এবং মেষলোমের স্বত্র বেষ্টন করিয়া যবপিষ্ট দ্বারা পরিলেপন করিয়া পুত্তলিকার মস্তকে একট লালবর্ণের নারিকেল দিয়া, পূৰ্ব্ববৎ দাহ করিবে। শরপত্রের মধ্যে কোন দেশে শণপাকাটি দেওয়ার প্রথা আছে, কিন্তু শাস্ত্রে তাহার কোন উল্লেখ দেখিতে পাওয়া যায় না। তবে প্রথা । থাকিলে দেওয়া কৰ্ত্তব্য । মৃত্যুর পর অশৌচ-কালের মধ্যে পর্ণনব দাহ করিলে, অশোঁচের অবশিষ্ট দিনের পরেই পুত্রদিব শুদ্ধি হইবে, আর যদি অশৌচদিনের পরে দাহ করে, তবে ত্রিরাত্র অশৌচ হয়। সামবেদীয় চতুৰ্দ্ধাশাস্তি । স্নানান্তে প্রদীপ জালিয়া, পূৰ্ব্বাভিমুখে বসিবে। পরে আচমন করিয়া বৈষ্ণবী গায়ন্ত্রী পাঠ করিয়া, চারিট জলপূর্ণ পাত্রের প্রথম পাত্রে হাত দিয়া, গায়ত্রী পাঠাস্তে “ওঁ অগ্নিৰ্মীলে পুরোহিতং যজ্ঞস্ত দেবমৃত্ত্বিজং। হেfতরিং রত্নঘাতমমূ” এই মন্ত্র পাঠ করতঃ আবার গায়ত্রী পড়িবে। ইহাই প্রথমী শান্তি । দ্বিতীয় পাত্রে হাত দিয়া, গায়ন্ত্রী পাঠ করতঃ “ওঁ ইষে ত্বোঙ্গে ত্ব বায়বঃ স্থ দেবে বঃ সবিতা । প্রাপীয়তু শ্রেষ্ঠতমায় কৰ্ম্মণে” এই মন্ত্র পাঠ ৰুরিয়া পুনর্গীয়ন্ত্রী পড়িবে। ইহাই দ্বিতীয় শক্তি। তৃতীয় পাত্রে হাত দিয়?