পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8र्ष थ७ ।। :खांककाँe । (bot চারিদিম অশৌচ হইলে, প্রথম দিনে দুই পিণ্ড, দ্বিতীয় দিলে তিন পিণ্ড, . তৃতীয় দিনে তিম পিও এবং চতুর্থ দিনে দুই পিণ্ড দিবে। ; পাচ রাত্রি অশৌচ হইলে, প্রথম দিনে এক, দ্বিতীয় দিনে হই, তৃতীয় দিনে চারি, চতুর্থ দিনে দুই এবং পঞ্চম দিনে এক পিণ্ড দিবে। ছয়রাত্রি অশৌচ হইলে, প্রথম দিনে এক, দ্বিতীয় দিনে তিন, তৃতীয় দিনে এক, চতুর্থ দিনে তিন, পঞ্চম দিনে এক এবং ষষ্ঠ দিনে এক পিণ্ড দান করিবে । সপ্তাহ অশৌচ হইলে, প্রথম দিনে এক, দ্বিতীয় দিনে এক, তৃতীয় দিনে এক, চতুর্থ দিনে চারি, পঞ্চম দিনে এক, ষষ্ঠ দিনে এক, সপ্তম দিনে এক পিণ্ড দিবে। অষ্টাহ অশৌচ হইলে, প্রথম দিনে এক, দ্বিতীয় দিনে এক, তৃতীয় দিনে এক, চতুর্থ দিনে দুই, পঞ্চম দিনে দুই, ষষ্ঠ দিনে এক, সপ্তম দিনে এক এবং অষ্টম দিনে এক পিণ্ড দিবে। নয়দিন অশৌচ হইলে প্রথম দিন এক, দ্বিতীয় দিন এক, তৃতীয় দিন এক । এবং চতুর্থ দিন এক, পঞ্চম দিন দুই, যষ্ঠ দিন এক, সপ্তম দিন এক, অষ্টম দিন এক এবং নবম দিনে এক পিণ্ড দিবে। দশাহ অশৌচ স্থলে প্রত্যহ একটা করিয়া পিণ্ড দিবে। পক্ষিণী অশোচে ও দ্ব্যহাশোচে এক একদিন পাচটা করিয়া দশপিণ্ড দিবে। শূদ্র, বৈশু ও ক্ষত্রিয়গণ অশোঁচের প্রথম দিন হইতে নবম দিন পর্য্যস্ত নয়টা পিণ্ড দিবে, এবং অশৌচান্ত দিনে অবশিষ্ট একটা পিণ্ড দিবে। সদ্যঃশৌচ ও একাহাশোঁচে এক দিনেই দশপিণ্ড দিবে। অশক্ত স্থলে অশৌচাগুদিনে দশপিণ্ডই দেওয়া যায়। * , «.................................................................. পুর্ক-পিণ্ডদানপদ্ধতি । দুই মুষ্টি তণ্ডুল গ্রহণ করিয়া দুইবাব ক্ষালন করতঃ যে স্থলে পিণ্ডদান করা হইবে, তাহার ঈশান কোণে অন্ন পাক করিবে । তদনন্তর একহস্তপরিমিত ও চারি অঙ্গুল উন্নত ও দক্ষিণদিকে নিম্ন একটী মৃত্তিকার বেদী প্রস্তুত করিবে। পরে দক্ষিণস্কন্ধে উত্তরীয় ধারণ করিয়া বামজাচু ভূমিতে পাতিয়া দক্ষিণহস্তে কুশ লইয়া, সেই কুশ দ্বারা জল গ্রহণ করিয়া ঐ বেীতে সেই জলের ছিটা দিবে। তৎপরে সতিল জল দিবে। মন্ত্র ধৰা- . SSBBBBB BB BBBBBBBB BBBBBBB S S S S S