পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ খণ্ড । শ্রাদ্ধকাণ্ড । Çtrio . ভট্টাচাৰ্য্য মহাশয় বলেন, ইহাতে লৌকিক কৰ্ম্ম করিতে পরিবে, কিন্তু মাস সমসংখ্যক দিনের পর ব্রাহ্মণী এক দিন, ক্ষত্ৰিয়া দুই দিন, বৈশু তিনদিন এবং শূদ্র ছয় দিম পরে দৈবাদিকাৰ্য্যে অধিকারিণী হয়। “অত উৰ্দ্ধন্তু পতনে স্ত্রীণাং স্তাদশরাত্ৰকম্‌। সদ্যঃশৌচং সপিণ্ডানাং গর্ভআবাচ্চ বা ততঃ । গৰ্ভচু্যতাবহোরাত্রং সপিণ্ডেত্যস্তনিগুণে যথেষ্টাচরণে জ্ঞাতে ত্রিরাত্রমিতি নিশ্চয়ঃ ॥” - ছয়মাসের পরে অষ্টমাসের মধ্যে গর্ভপাত হইলে, প্রস্থতির স্ব স্ব জাত্যুক্ত পূর্ণ অশৌচ এবং সগুণ সপিণ্ডজ্ঞাতিগণের সদ্যঃশৌচ, নিগুৰ্ণ জ্ঞাতির একাহ ও যথেষ্টাচারী জ্ঞাতির ত্রিরাত্র অশৌচ হয় । অশৌচ-সঙ্কর-ব্যবস্থা । “অন্তর্দশাহে সাতাঞ্চেৎ পুনৰ্ম্মরণজন্মনী । তাবৎ স্যাদগুচিৰ্ব্বিপ্রে যাবত্তৎ সাদনির্দশমূ” । স্বজাতির উক্ত জননাশোঁচ বা মরণাশোচ মধ্যে যদি অপর কোন জননাশৌচ অথবা মরণাশৌচ হয়, তবে যে দিন পূৰ্ব্বাশোঁচের নিরক্তি হইবে, সেই দিনেই দ্বিতীয় অশোঁচেরও অন্ত হইবে। “সমানাশৌচং প্রথমে প্রথমেন সমাপয়েৎ । অসমানং দ্বিতীয়েন ধৰ্ম্মবঙ্গ বচে যথা ।” পূৰ্ব্বে যাহা বলা হইয়াছে, তাহাতে আবার গুরুতা ও লঘুতা আছে । তিন প্রকারে অশোঁচের গুরুত্ব ও লঘুত্ব স্থির হয়। ইহা ধৰ্ম্মশাস্ত্র-প্রণেতা শঙ্খ বলিয়াছেন ( ১) জননাশৌচ হইতে মরণাশৌচ গুরু, (২) জ্ঞাতির পুত্রকন্যার জননীশৌচ হইতে নিজের পুত্রকন্যার জননাশোঁচ গুরু, (৩) সপিণ্ডের মরণাশোঁচ হইতে স্বীয় পিতামাতা বা স্বামীর মরণাশৌচ গুরু। পূৰ্ব্বে বলা হইয়াছে, এক অশোঁচের মধ্যে অপর অশৌচপাত হইলে পূৰ্ব্ব অশোঁচেই দ্বিতীয় অশৌচ যাইবে, কিন্তু তাহার মধ্যে লঘু ও গুরু বিবেচনা করিতে হইবে । সমানজাতীয় অশৌচ হইলে ঐরূপ হইবে, গুরু অশোঁচের সহিত লঘু অশৌচও যাইবে, কিন্তু লঘু অশোঁচের সহিত গুরু অশৌচ যাইবে না । “মধ বুদ্ধিমাশৌচমূৰ্বঞ্চেত্তেন শুধ্যতি । অৰ্থ চেৎ পঞ্চমীং রাত্রিমতীত্য পরতো ভবেৎ। অৰ্থ বৃদ্ধিমদাশৌচং তদা পূৰ্ব্বেণ শুধতি " : ; যদি লক্ষু অশোঁচের মধ্যে গুরু অশৌচ পতিত হয়, তবে গুরু-আশোঁচের