পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৬০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉર્જ સંજી ! শ্ৰাদ্ধকাণ্ড । o , ७०् । পরে আচমনপূর্বক পিণ্ডপাত্র-ধৌত জল লইয়া,-“ওঁ অমুকগোত্র নান্দীমুখ । পিতরমুকদেবশৰ্মরবনেনিস্ক ওঁ যে চাত্র স্বামন্থ যাংশ্চ ত্বময় তস্মৈ তে নমঃ” এই মন্ত্রে পিণ্ডের উপর জল দিবে। পিতামহাদি-পঞ্চকেও এইক্রমে গোত্র সম্বন্ধ ও নাম করতঃ ভিন্ন ভিন্ন জল দিবে। t 号 “ওঁ অত্র নান্দীমুখাঃ পিতরো মাদয়ধ্বং যথাভাগমাবৃষায়ধ্বং ওঁ অমীমদস্তু নান্দীমুখাঃ পিতরো যথাভাগমাবৃষয়িষত।” এই মন্ত্রে বামাবৰ্ত্তে মস্তকের উপর যুক্তহস্ত ঘুরাইবে। তৎপরে বদ্ধাঞ্জলি হইয়া পরবর্তী মন্ত্রে প্রণাম করিবে,—“ওঁ নমো বে। নান্দীমুখাঃ পিতরো নমো বঃ ! ওঁ গৃহান্নো নান্দীমুখা: পিতরো দত্ত। ওঁ সদে বো নান্দীমুখাঃ পিতরো দেশ।” পরে, “ওঁ এতদ্বো নান্দীমুখাঃ পিতরো বাসঃ” এই মন্ত্রে প্রত্যেক পিণ্ডের উপর স্বত্র দিয়া ধরিয়া,—“ওঁ অমুকগোত্র নান্দীমুখ পিতরমুকদেবশৰ্ম্মন্নেতত্তে বাস ওঁ যে চাত্র ত্বামকু যাংশ্চ ত্বমক্স তস্মৈ তে নমঃ ” এইক্রমে পিতামহাদিপঞ্চকেও ভিন্ন ভিন্ন সূত্র দিবে। - অনন্তর পিণ্ডের উপর গন্ধ পুষ্প ও তাম্বুল দিয়া তেজোময় পিতৃমূৰ্ত্তি চিন্তা পূর্বক বদ্ধাঞ্জলি হইয়া “ওঁ বসন্তায় নমস্তুভ্যং” ইত্যাদি মন্ত্র পাঠ করবে। তৎপরে, “ওঁ সুমুপ্রোক্ষিতমস্ত" ( সৰ্ব্বত্র ‘ওঁ অস্ত’ প্রতিবাক্য ) এই মন্ত্রে মাটিতে জল দিয়া, “ওঁ শিবা আপঃ সন্তু” ( ‘ওঁ সন্তু প্রতিবাক্য) মন্ত্রে ব্রাহ্মণকে কাল দিবে এবং “ওঁ অক্ষতঞ্চারিষ্টধ্বাস্তু” ( ‘ওঁ অস্তু’ প্রতিবাক্য) মন্ত্রে ব্রাহ্মণকে দুৰ্ব্বা সহ যব দিবে। • . নিকটস্থ পাত্র হইতে ঘৃতযুক্ত জল লইয়া,—“ওঁ অন্ত্রেত্যাদি অমুকগোত্রস্ত নান্দীমুখস্ত পিতুরমুকদেবশৰ্মণঃ কৃতেহস্মিন শ্রাদ্ধে দত্তমিদমন্নপানাদিকমক্ষয্যমন্ত্ৰ” বলিয়া ঐ পক্ষীয় ব্রাহ্মণকে দিবে। এই ক্রমে পিতামহাদি পঞ্চকেরও গোত্র, সম্বন্ধ ও নাম বলিয়া ঐ পাত্র হইতে পৃথকৃ পৃথকৃ জল দিবে। “ওঁ অঘোরা নান্দীমুখঃ পিতরঃ সত্ত্ব, ( ‘ওঁ সন্তু প্রতিবাক্য ) । “ওঁ গোত্ৰং নো বৰ্দ্ধতাং” (ওঁ বৰ্দ্ধতাং প্রতিবাক্য) । পরে পিত্রাদিক্রমে পবিত্র ও কুশ প্রতি পিণ্ডের উপর দিয়া দেবপক্ষে,—“ওঁ নান্দীমুখঃ পিতরঃ প্রয়স্তাং”(“ওঁ প্রয়ম্ভামূ") প্রতিবাক্য বলিলে, পিতৃপক্ষে—“ওঁ নান্দীমুখেভ্যঃ পিতৃত্যঃ প্রয়স্তাং ওঁ মাষ্ট্ৰীমুখেভ্যঃ পিতামহেভ্যঃ প্রয়স্তাং, ওঁ নান্দীমুখেভ্যঃ প্রপিতামহেজ্যং প্রয়স্তাং* বশিবে মাতামহপক্ষেও এইরূপ বলবে। সৰ্ব্বত্র ‘ওঁ প্রস্তাম্প্রতিবাক্য দিবে।