পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৬১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯২ পুরোহিত-দর্পণ। छ५ ५४ । । মাসিক করিবার পূৰ্ব্বে মাসিকের ভোজ্যাদি উৎসর্গ করিয়া সপিণ্ডীকরণের ভোজ্য তিন ভাগ করিয়া, পিতামহদির উদ্দেশে দিবে। পরে তৈজসাধারসবন্ত্র ভোজ্যাদি প্রেতের স্বর্গ উদেশে উৎসর্গ করিবে । এই সময়ে সপিণ্ডীকরণার্থ বাস্তুপুরুষাদির জন্য আটটি ভোজ্য সাজাইবে । পিতৃপক্ষীয় ভোজ্যোৎসর্গ –কর্তা পূৰ্ব্বমুখ হইয়া, ভোজ্য তিনটা লইয়া “অদ্যামুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্রস্য প্রেতস্ত অমুকদেখশৰ্ম্মণ: সপিণ্ডীকরণার্থং অমুকগোত্রস্ত পিতামহস্ত অমুকদেবশৰ্ম্মণঃ (ইত্যাদি ক্রমে তিন • পুরুষের নাম করিবে ) পাৰ্ব্বণবিধিক শ্রাদ্ধবাসরে অমুকগোত্রস্ত পিতামহস্ত অমুকদেবশৰ্মণঃ ( ইত্যাদি ক্রমে পুনশ্চ তিন পুরুষের নাম করিবে ) অক্ষয়স্বৰ্গকাম ইদং সৰ্বতোপকরণামান্নভোজ্যমর্চিতং শ্ৰীবিষ্ণুদৈবতং যথাসস্তবগোত্রনাম্নে ব্রাহ্মণায়াহং দদানি ।” প্রেতের ভোজ্য ধবিয়া,—“আদ্যেত্যাদি অমুকগোত্রস্ত প্রেতস্ত অমুকদেবশৰ্মণঃ সপিণ্ডীকরণৈকোৰ্দ্দিষ্টশ্ৰাদ্ধবাসরে, অমুকগোত্রস্ত প্রেতস্ত অমুকদেবশৰ্ম্মণোইক্ষয়স্বৰ্গকাম ইদং তৈজসাধার-সবস্ত্র সোপকরণং ইত্যাদি”— - পরে শেষমাসিক করণানন্তর পাৰ্ব্বণোক্ত স্থানে নারায়ণ নিকটে বসিয়া দক্ষিণমুখে কৰ্ত্তার দক্ষিণহস্তের নিকটে পশ্চিমাগ্র করিয়া দৈবব্রাহ্মণ দুইটার আসনদ্বয় ও শ্রাদ্ধকৰ্ত্তার সম্মুখে দক্ষিণাগ্র করিয়া পিতামহাদির ব্রাহ্মণত্রয়ের আসনত্রয় এবং পিতৃপক্ষের নিকটে অগ্নিকোণ-সমীপে প্রেতপক্ষীয় ব্রাহ্মণের আসন একখানি দক্ষিণাগ্র রাখিবে । * দেবপক্ষীয় আসনে ত্রিপত্র এবং পিতৃপক্ষীয় আসনে মোটক ও প্রেত-পক্ষীয় আসনে মোটক এবং সৰ্ব্বত্র একগাছি প্রাদেশ-প্রমাণ কুশা দিবে। ছয় আসনেই তাম্বুল দিতে হইবে। আসনের উপরে জলপূর্ণ তিনটী পাত্র রাখিয়া তাহার উপরি যথাক্রমে উপকরণ পত্রি তিনভাগে তিনপক্ষে রাখিবে এবং তিনপক্ষেই আসনসমীপে জলপাত্র রাখিবে । প্রেতপক্ষীয় জলপাত্রে স্বতন্ত্রহস্তকুশ রাখিবে। A. স্বীয় বামে প্রেত ও পিতৃপক্ষের মধ্যভাগে একটা জলের স্বতন্ত্র রেখা দিয়৷ তাহার উপর লম্বমান কুশ রাখিয়া পৃথক করতঃ ঐ স্থানে ত্রিপত্রযুক্ত একটা জলপান্ত্র রাখিবে। ಹ್ಮ್ ೬ পরে আচমন করিয়া, গণেশাদিকে গন্ধপুষ্প দিয়া পিতৃপক্ষে বাজপুরু পূজা করিয়া প্রেতপক্ষে বাজপুরুষাদির পূজা ও ভোজ্য দিবে।