পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ജ്ജംു.ള്ള No o .. পুরোহিত-দর্পণ । ১ম খণ্ড । কদাচ রক্তচন্দন, রক্তপুষ্প, বিল্বপত্র ও বিম্বপুষ্পম্বারা দেবকীনন্দন বিষ্ণুর অর্চনা করিবে না । r শিবে কুন্দং মদন্তীঞ্চ যুখীং বন্ধ,ককেতকে। রক্তাং জবাং ত্ৰিসন্ধ্যে দ্ধে মালতীং কেতকীস্তথা । শেফালিং কুমুদ্রং রক্তং হ্যারিঞ্চ বিবর্জয়েৎ ॥—তন্ত্রান্তর । কুন্দ, নবমল্লিকা, যুখী, বন্ধ,ক, কেতকী, রক্তজবা, সন্ধ্যা, মালতী, কুঙ্কুম, শেফালি, কুমুদ ও রক্তকরবীর দ্বারা শিবপূজা করিবে না । তিষ্ঠেদিনস্বয়ং শুদ্ধং পদ্মমামলকং তথা । তুলসী সৰ্ব্বদা শুদ্ধা তথা বিহুদলানি চ | পদ্ম ও আমলকীপত্র দুই দিন পর্য্যন্ত বিশুদ্ধ থাকে, কিন্তু তুলসী ও বিল্বপত্র বাসি হয় না, সৰ্ব্বকালেই বিশুদ্ধ থাকে। ছিণ্টাপুষ্পেণ পীতেন শ্বেতেন তগরেণ চ । শ্বেতোড়েণ চ পুষ্পেণ বর্জয়েৎ পূজনং সদা তুলস্তে দ্বে চ মন্দারকহ্নারজ-তমালজৈঃ । নাৰ্চয়েত্ত, মহাদেবীং কুশকাশোদ্ভবেন চ | পীতঝিণ্টি, শ্বেতঝিণ্টি, তগর, শ্বেতজবা, দ্বিবিধ তুলসী, মন্দারকুসুম, কঙ্কারপুষ্প, তমালপুষ্প, কুশপুষ্প, ও কাশপুষ্পদ্বারা দেবীর অর্চনা করিবে না । পঞ্চাঙ্গশুদ্ধি । আত্ম-স্থান-মন্ত্র দ্রব্য-দেব-শুদ্ধিস্তু পঞ্চমী । যাবশ্ন কুরুতে দেবি তস্ত দেবার্চনং কুতঃ ॥ " পঞ্চাঙ্গগুদ্ধি ব্যতিরেকে পূজায় অধিকার জন্মে না। সুতরাং পঞ্চাঙ্গশুদ্ধি না করিয়া পুজা করিলে, সে পূজা নিষ্ফল হয়। আত্মশুদ্ধি, স্থানশুদ্ধি, মন্ত্রশুদ্ধি, জব্যগুদ্ধি ও দেবগুদ্ধি এই পঞ্চাঙ্গগুদ্ধি । স্বস্বাতৈভুতশুদ্ধ্যা চ প্রাণায়ামাদিতিস্তথা । .ষড়ঙ্গাদ্যখিলন্তাসৈরাত্মশুদ্ধিরুদারিতা ৷ তীর্থাদি বিশুদ্ধজলে স্বীন করিয়া ভূতশুদ্ধি, প্রাণায়াম ও ষড়ঙ্গন্যাসাদি করিলে, আত্মশুদ্ধি হয় । so . . . সম্মার্জনাকুলেপাদ্যৈদর্পণোদরবৎ গুভম্। বিত্বানধূপ-দীপাদি-পুষ্পমালাদিশোভিতম্ ॥ পঞ্চৱৰ্ণরজোভিশ্চ স্থানগুদ্ধিরিতীরিত ॥ যে স্থানে পূজাদি কাৰ্য্য হইবে, সেই স্থান মার্জন ও লেপনাদি দ্বারা দর্পণোদরের স্থায় পরিষ্কার করিয়া, চন্দ্ৰাতপ, ধূপ, দ্বীপ ও পুষ্পমাল্যাদি দ্বারা স্থশোভিত করিবে এবং পঞ্চবর্ণ চুর্ণ দ্বারা স্থান বিচিত্র করিয়া স্থান শুদ্ধ করিবে ।