পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

তৃতীয় সংস্করণের বিজ্ঞাপন।

 দ্বিতীয় সংস্করণের পুস্তক হইতে এবার গ্রন্থকলেবর সবিশেষ পরিবর্দ্ধিত হইল। নূত নূতন বহু বিষয় সন্নিবেশিত করা হইল,—ভরসা করি ইহাতে সাধারণের সুবিধা হইবে। ইতি

১৫ই ভাদ্র,
১৩১২ সাল।

প্রকাশক

পঞ্চম সংস্করণের বিজ্ঞাপন।

 এই সংস্করণে আবশ্যকীয় এত অধিক বিষয় সন্নিবেশিত হইয়াছে যে, অতঃপর বোধ হয়, ইহার সাহায্যে কি পণ্ডিত কি বিষয়ী―পুরোহিত যজমান সকলেই নিজ নিজ জ্ঞাতব্য বিষয় সমস্ত জানিতে পরিবেন;―পুরোহিত যথাবিধি কর্ম্ম করাইয়া―বিধিব্যবস্থা দিয়া যজমানের নিকট প্রতিপত্তি অক্ষুণ্ণ রাখিতে পরিবেন,―পুরোহিত অভাব হইলে আবশ্যকমত যজমান নিজেই যথাযথ কর্ম্ম সম্পাদন করিয়া ধর্ম্ম রক্ষণে সমর্থ হইবেন। এবার গ্রন্থকলেবর সবিশেষ বর্দ্ধিত হইল, কিন্তু মূল সেই দুই টাকাই রহিল। ইতি

১লা চৈত্র,
১৩১৩ সাল।

প্রকাশক।