পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\\2ğr পুরোহিত-দপণ । ১ম খণ্ড । তর্জনীদ্বারা বাম অনামিকা এবং বাম তঞ্জনীদ্বারা দক্ষিণ অনামিকা বদ্ধ করিবে, পরে অনামিকাদ্বয়ের অগ্রভাগ সংশ্লিষ্ট করিয়া মধ্যমাদ্বয় প্রসারিত করিয়া সেই মধ্যমান্বয়ের মূলে অঙ্গুষ্ঠস্বয় সংলগ্ন করিলে যোনিমুদ্রা হয় ॥ ৩৯ ৷ অক্ষমালামুদ্র-দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠত্বারা তর্জনীকে গ্রথিত করিয়া অবশিষ্ট অঙ্গুলীত্রয় প্রসারিত করিলে, অক্ষমালামুদ্রা হয় ॥ ৩০ ॥ "বরমুদ্রা-দক্ষিণহস্তের সমস্ত অঙ্গুলি প্রসারিত করিয়া অধোমুখ করিলে বরমুদ্রা হয় ॥ ৩১ ॥ অভয়মুদ্র –বামহস্তের অঙ্গুলিসকল প্রসারিত করিয়া উদ্ধীকৃত করিলে অভয়মুদ্রা হয় ॥ ৩২ ॥ মৃগমুদ্রা-অনামিকা এবং অঙ্গুষ্ঠ মিলিত করিয়া মধ্যমার অগ্রে সংযুক্ত করিবে, অবশিষ্ট সমস্ত অঙ্গুলি সংযুক্ত করিয়া উন্নত করিলে মৃগমুদ্রা হয় ॥ ৩৩ ৷ খট্রাঙ্গমুদ্র-দক্ষিণহস্তের পঞ্চাঙ্গুলি উৰ্দ্ধমুখে প্রসারিত করিয়া মিলিত করিলে ধন্ট্রাঙ্গমূদ্র হয় ॥ ৩৪ | কাপালিকী মুদ্রা–বামহস্ত পাত্রবৎ করিয়া বীমাঙ্গে বিষ্ঠাস করতঃ উত্তানভাবে রাধুলে কাপালিকী মুদ্রা হয় ॥ ৩৫ ৷ ডমরুমুদ্রা-দক্ষিণহস্ত শিথিলভাবে মুষ্টিবদ্ধকরতঃ মধ্যমাঙ্গুলী কিঞ্চিৎ উন্নত করিয়া, কর্ণদেশে পরিচালিত করিলে "মরুমুদ্রা হয় ॥ ৩৬ ৷ অস্কুশমুদ্র:—মধ্যমাঙ্গুলি সরল ভাবে প্রসারিত করিয়া কিঞ্চিৎ সঙ্কোচিত করতঃ তর্জনীর মধ্যপর্বে সংযোজিত করিলে অঙ্কুশমুদ্রা হয় ॥ ৩৭ ॥ বিশ্বযুদ্র--তঙ্গনী, মধ্যম, অনামিক কনিষ্ঠা ও অঙ্গুষ্ঠ এই সমস্ত অঙ্গুলি মুষ্টিবদ্ধ করিয়া মধ্যমাঙ্গুলি অধোমুখে দীর্ঘাকারে প্রসারিত করিলে বিঘ্নমুদ্র হয় ॥ ৩৮ ৷৷ খড়গমুদ্রা –দক্ষিণহস্তের অক্ষুদ্বষ্ঠারা ঐ হস্তের কনিষ্ঠা ও অনামিকা আবদ্ধ করিয়া অবশিষ্ট তর্জনী ও মধ্যম সংশ্লিষ্ট করতঃ প্রসারিত করিলে খড়গমুদ্রা శౌ | రిసి || {o 母 চৰ্ম্মমুদ্রা—ামহস্তু বক্রীভূত করিয়া প্রসারিত করতঃ অঙ্গুলিসকল কিঞ্চিৎ আকুঞ্চিত করিবে, ইহার নাম চৰ্ম্মমুদ্রা ॥ ৪ • ॥ গালিনীমুদ্রা-দক্ষিণহস্তের কনিষ্ঠ বামহস্তের অঙ্গুষ্ঠাতে এবং বামহস্তের কমিষ্ঠা দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠাতে সংযোজিত করিয়া তর্জনী, মধ্যম ও অনামিকা জগুলি সরলভাবে মিলিত করিলে গালিনীমূদ্র হয় ॥ ৪১ ৷