পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

일년 " . বিবিধ । • ఆఫ్ প্রার্থনাযুদ্রা—উভয় হস্ত সম্মুণে রাখিয়া অঙ্গুলিসকল পরস্পর মিলিত করতঃ আপন হৃদয়ে সংলগ্ন করিলে প্রার্থনাযুদ্রা হয় ॥ ৪২ ৷ সংহারমুদ্রা—বামহস্ত অধোমুখে এবং দক্ষিণহস্ত উৰ্দ্ধমুখে রাখিয়া উভয় হস্তেব অঙ্গুলিসকল পরস্পর গ্রথিত করতঃ হস্ত পরিবর্তিত করিলে সংহার মুদ্র হয় ॥ ৪৩ ৷ মৎস্তমুদ্রা–দক্ষিণহস্তু অধোমুণে বাথিয়া তাঙ্গাব পৃষ্ঠদেশে বামপাণুিতল সংস্থাপনপূর্বক উভয় তাঙ্গুষ্ঠ পরিচালিত কবিলে তাহাকে মৎস্তযুদ্রা বলে || 88 | কুৰ্ম্মমুদ্রা-বামহস্তেব তর্জনীতে দক্ষিণহস্তের কনিষ্ঠা এবং দক্ষিণহস্তের তর্জনীতে বামহস্তের অঙ্গুষ্ঠ সংযুক্ত করিয়া, দক্ষিণহস্তের পৃষ্ঠদেশে সংযুক্ত কবিবে ; পরে বামহস্তেব পিতৃতীর্থে—অর্থাৎ তর্জনী ও অঙ্গুষ্ঠের মধ্যভাগে JSBBBBB BBBS B BBBBBS BBBBBB BBBB BBB BBB BBBBBBB পৃষ্ঠদেশ কূৰ্ম্মপুষ্ঠেব ন্যায় উন্নত করিলে, ইহারই নাম কুৰ্ম্মমুদ্রা ॥ ৪৫ ৷ লেলিহাযুদ্র-তর্জনী, মধ্যয় ও অনামিকা সমভাবে অধোমুখ কবিয়া অনামিকাতে বুদ্ধাঙ্গুলি সংযোগ করতঃ কনিষ্ঠাকে সরল ভাবে বাখিবে, এই মুদ্রার নাম লেলিহামুদ্র ॥ ৪৬ ৷ இ তাকর্ষণী:মুদ্রা—মধ্যমা ও তর্জনীকে অঙ্কুশাকার করিয়া কনিষ্ঠা ও অনামিকাকে সমভাবে রাশিপে, পরে অঙ্গুষ্ঠস্বয় অনামিকা ও কনিষ্ঠার উপরিভাগে যোজিত করিয়া তর্জনীদ্বয় অঙ্কুশাকৃতি করিলে আকর্ষণীযুদ্র হয় ॥ ৪৭ ॥ " থেচরীমুদ্রা—বামহস্ত দক্ষিণে এবং দক্ষিণহস্ত শমদিকে স্থাপন করিয়া হস্তদ্বয় পরিবর্তন করতঃ বামহস্তের কনিষ্ঠা ও অনামিকা দক্ষিণহস্তের কনিষ্ঠা ও অনামিকাতে সংযুক্ত করিয়া তর্জনীদ্বয়ে উভয় মধ্যমার উৰ্দ্ধভাগ আক্রমণপূর্বক অঙ্গুষ্ঠস্বয় সরলভাবে স্থাপিত করিলে খেচরীমুদ্রা হয় ৷ ৪৮৭ 動 যোনিমুদ্রা—মধ্যমদ্বয় কুটিলাকৃতি করিয়া তর্জীব উপরিভাগে.স্থাপন করিবে এবং কনিষ্ঠুবয়কে অনামিকার মধ্যগত কবতঃ সমস্ত অঙ্গুলি একত্র সংযুক্ত করিয়া অঙ্গুষ্ঠত্বারা মজুলিসমুদয়কে পীড়িত কৃরিবে, ইহার নাম যোনিমুদ্রা ॥ ৪৯ ॥ 疊 ভূতিনীমুদ্রা-যোনিমুদ্র বন্ধন করিয়া মধ্যমাজুলিস্বয় বক্র করিবে, ঐ মধ্যমান্বয়ের উপরিভাগে অনুষ্ঠস্বয় সন্নিবেশিত করিলে ভূতিনীমুদ্রা হয় । ৫০ ৷ ইতি তন্ত্রসার । * H