পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানসাগর বিধি । - প্রথমতঃ আচমন পুৰ্ব্বক “ওঁ কুরুক্ষেত্ৰং গয়া-গঙ্গা-প্রভাস-পুষ্করাণি চ | তীর্থান্সেতানি পুণ্যানি দানকালে তবশ্বিহ ।” ইহা পাঠ করিয়া ভূমির অর্চনা করিবে । যথা— এতে গন্ধপুষ্পে ওঁ সাচ্ছাদন-তৈজসাধার-সশস্ত-প্রিয়দত্ত-তত্ত্বমিভ্যো নমঃ বলিয়া তিনবার অর্চনা করিয়া এতে গন্ধপুষ্পে ওঁ বিষ্ণবে নমঃ এতে গন্ধপুষ্পে ওঁ এতৎসম্প্রদান-ব্রাহ্মণেভ্যো নমঃ বলিয়া পূজা করতঃ কৃতাঞ্জলিপূৰ্ব্বক পাঠ করবে “ওঁ পৃথিবী বৈঞ্চবা প্রোক্তা পৃথিবী বিষ্ণুপূজিতা। পৃথিব্যাপ্ত প্রদানেন প্রয়তাং মে জনাৰ্দ্দনঃ।” পরে কুশজল দ্বারা ভূমি প্রোক্ষণ করিয়া বামহস্ত দ্বারা অর্চিত দ্রব্য ধারণ করতঃ দক্ষিণহস্তে কুশতিলযুক্ত জলগ্ৰহণ পূর্বক “বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্রস্ত প্রেতস্ত অমুকদেবশৰ্ম্মণোইশৌচস্তাদ্বিতীয়েইছি অমুকগোত্রস্ত প্রেতস্ত অমুকদেশৰ্ম্মণ: স্বৰ্গকামস্তাঃ সাচ্ছাদনসশস্ত-প্রিয়দত্ত ভূমীঃ বিষ্ণুদেবতাকাঃ যথা-সম্ভব-গোত্রনামত্যে ব্রাহ্মণেভ্যোইহং দদানি” বলিয়া দক্ষিণহস্তস্থ জল ভূমিতে নিক্ষেপ করিবে । দক্ষিপ –“অষ্মেত্যাদি কৃতৈতৎ-সাচ্ছাদন-সশস্ত-প্রিয়দত্ত-ভূমি-দানকৰ্ম্মণ: সাঙ্গতাৰ্থং দক্ষিণামেতাল কাঞ্চনমূল্যকপর্দকান যথা-সম্ভব-গোত্রনামভ্যো ব্ৰাহ্মণেভ্যোহহং দদানি " পরে অচ্ছিদ্রাবধারণ করিবে। ১ । আসন –এতে গন্ধপুষ্পে ওঁ সাচ্ছাদন-দাৰ্ব্বাসনেতো নমঃ বলিয়া অর্চনা করতঃ পূর্ববৎ বিষ্ণু ও সম্প্রদান ব্রাহ্মণের পূজা করিয়া কৃতাঞ্জলি হইয়া পাঠ করিবে “ওঁ আসনং সৰ্ব্বলোকানাং পরমং সুখ-সাধনং। তাম্রং রৌপ্যং কাঞ্চনঞ্চ শ্রেষ্ঠং শ্রেষ্ঠতরং শুভং । পরে বাক্য করিয়া উৎসর্গ করিবে। অস্তেত্যাদি—ইমানি, সাচ্ছাদন-দাৰ্ব্বাসনানি বিষ্ণুদৈবতানি যথাসম্ভব ইত্যাদি । অতঃপর দক্ষিণা ও অচ্ছিদ্রাবধারণ করিবে । ২ । o: সমস্ত দ্রব্যই পূৰ্ব্ববৎ অৰ্চনা করিয়া উৎসর্গ করিতে হইবে। অৰ্চনায় এবং উৎসর্গ বাক্যে দানীয় দ্রব্যের নাম উল্লেখ ব্যতীত আর. সমস্তই একপ্রকার, এজন্য ঐ সকল আর এখানে পুনঃ পুনঃউল্লেখ করা হইল না । কেবল প্রত্যেৰু দ্রব্য উৎসর্গের পুৰ্ব্বে সেই সেই দ্রব্য সম্বন্ধে যে প্রার্থনামন্ত্ৰটী পাঠ করিতে হয়, তাহাই লিখিত হইল। যথা— . . .