পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C 한8 | বৃহন্নন্দিকেশ্বর-পুরাণোক্ত-দুর্গাপূজা । ৭৭৯ সন্ধিপূজা । অষ্টমী নবমীর সন্ধিক্ষণে কৃতাচমন পুরোহিত সামান্তর্ঘ্যাদি করিয়া দেবীকে চামুণ্ডারূপিণী চিন্তাপূৰ্ব্বক—ওঁ নীলোৎপলদলগুমা চতুৰ্ব্বাহুসমন্বিতা । খট্রাঙ্গং চন্দ্রহাসঞ্চ বিভ্রতী দক্ষিণে করে ॥ বামে চৰ্ম্ম চ পাশঞ্চ উৰ্দ্ধাধোভাগতঃ পুনঃ । দধতী মুণ্ডমালাঞ্চ ব্যাঘ্ৰচৰ্ম্মধরাম্বর ৷ কৃশোদরী দীর্ঘদংষ্ট্র অতিদীর্ঘাতিভীষণ । লোলজিহবা নিম্নবক্ত-নয়না রাবভীষণ ॥ কবন্ধবাহনাসীনা বিস্তারশ্রবণাননা । এষা কালী সমাখ্যাত চামুণ্ডা ইতি কথ্যতে । এই ধ্যান করিয়া যোড়শোপচাবে পুঙ্গা করিবে । তৎপবে, তৈজসাধারাদি উৎসর্গ করিয়া চতুঃষষ্টিযোগিনী ও চামুণ্ডার পূজা কবিবে। অনন্তর নবমীব প্রথম দণ্ডে বলিদান করিয়া জপাদি করিলে, এবং দীপমালা উৎসর্গ কবিয়া দিলে । 'y অৰ্দ্ধবাত্রিপূজা,—কাঙ্গরও কাহারও কৌলিক নিয়ম আছে,--সপ্তমী, অষ্টমী ও সন্ধি এবং নবমী বাতিরেকে অর্জবাত্রি পূজা হইয়া থাকে। পদ্ধতিতে তাহা কিছু লেখা নাই—উহা কৌলিকপূজা । ঐ পূজা উভয়দিনে অৰ্দ্ধবাত্রিতে অষ্টমী প্রাপ্ত না হইলে পরদিন নবমীতে অৰ্দ্ধরাত্রিতে পূজা কবিবে। সন্ধিপুঞ্জাব ন্যায় কেবল দেবীর মোড়শোপচারে পূজা ও বলিদান কবিলে । মহানবমী পুজা । সমস্তই মহাষ্ট্রমীর ন্যায়। কেবল যে সকল দেবতার অষ্টমীতে আবাহন করা হইয়াছে, নবমীতে আর তাহাদিগকে আবাহন করিতে হইবে না । পুঞ্জাদি সমাপ্ত করিয়া, নবমীর দিন নবমীবিহিত পূজান্তে কুশণ্ডিকোত্তবিধানে 'বরদ’ নামক অগ্নিস্থাপনপূর্বক “ওঁ অম্বে অম্বিকে অম্বালিকে ন মানয়তি কশ্চন। শশস্ত্যশ্বকঃ সুভদ্রিকাং কম্পীল্যবাসিনীং স্বাহা ।” এই মন্ত্রে সতিলঘৃতাক্ত বিল্বপত্রদ্বারা হোম করিবে । হোমান্তে তিলক ও দক্ষিণা করিবে । দক্ষিণাবাক্য যথা--বিষ্ণুরোম্ তৎসদদ্য আশ্বিনে মাসি কন্যারাশিস্থে ভাস্করে শুক্লে পক্ষে মহানবম্যাস্তিথোঁ অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম কৃতৈতদুবার্ষিকশরৎকালীন শ্ৰীভগবদ গ্রামহাপুজাকৰ্ম্মণঃ সাঙ্গতাৰ্থং দক্ষিণামিদং কাঞ্চনমূলাং রজতখণ্ডমৰ্চিতং শ্ৰীবিষ্ণুদৈবতং শ্ৰীভগবদ গায়ৈ তুভ্যমহং সম্প্রদদে।