পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AStూ পুরোহিত-দপণ । 《 한 বিজয়াদশমী কৃত্য । নিত্যক্রিয়াদি সমাপনান্তে শুদ্ধাসনে উপবেশনানন্তর আচমন পূর্বক স্বস্তিবাচনাদি ভূতশুদ্ধি পৰ্য্যস্ত করিয়া পঞ্চোপচারে দেবীর পূজা করিবে। পরে কৃতাঞ্জলি হইয়া নিম্নলিখিত মন্ত্র পাঠ করিবে । ওঁ বিধিহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যদর্চিতম্। পুর্নং ভবতু তৎ সৰ্ব্বং ত্বং প্রসাদাম্মহেশ্বরি ॥ অতঃপর ঘটে হস্ত প্রদান করতঃ "ওঁ হ্ৰীং দুর্গে দেবি ক্ষমস্ব” বলিয়া আসন চালিত করিবে । পরে ওঁ নিৰ্ম্মাল্য-বাসিন্যৈ নমঃ” বলিয়া নিৰ্ম্মাল্যবাসিনীর পূজা করিয়া সংহারমুদ্রাযোগে নিৰ্ম্মাল্য আনয়ন করতঃ ত্রিকোণমগুলোপরি স্থাপন করিয়া “ওঁ উচ্ছিষ্টচাণ্ডালিন্যৈ নমঃ” বলিয়৷ তদুপরি পূজা করিবে । অতঃপর কৃতাঞ্জলি হইয়া পাঠ করিবে । যথা— ওঁ উত্তিষ্ঠ দেবি চামুণ্ডে শুভাং পুজাং প্রগৃহ চ। কুরুত্ব মম কল্যাণমষ্টাভিঃ শক্তিভিঃ সহ ॥ গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং দেবি চণ্ডিকে । যৎ পূজিতং ময়া দেবি পরিপূর্ণং তদন্তু মে। ব্রজ ত্বং স্রোতসি জলে তিষ্ঠ গেহে চ ভূতলে । অতঃপর স্ততিপাঠ করিবে —ওঁ যম্ময়োপহৃতং কিঞ্চি বস্ত্রগন্ধামুলেপনম্। তৎসৰ্ব্বযুপভুক্ত ত্বং গচ্ছ দেবি যথামুখম্ ॥ রাজ্যং শূন্তং গৃহং শূন্তং সৰ্ব্বশূন্তং দরিদ্রতা । ত্বামৃতে ভগবত্যন্ধ কিং করোমি বদম্ব তৎ ॥ অনস্তর মৃন্ময়ী সমীপে মৃৎপাত্রে জল তানয়ন করতঃ তাহাতে এবং দর্পণে দেবীর প্রতিবিম্ব অবলোকন করিয়া “ওঁ নিমজ্জাস্তসি দেবি ত্বং” ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া দর্পণ জলমধ্যে বিসর্জন করিবে । পরে আসনে হস্ত প্রদান করিয়া পাঠ করিবে । ওঁ দুর্গে দেবি জগন্মাতঃ স্বস্থানং গচ্ছ পূজিতে । প্ৰসীদ ভগবত্যন্ধ ত্রাহি মাং ভবসাগরাৎ ৷ যথা শক্ত্যা কৃতা পুজা সমাপ্ত শঙ্করপ্রিয়ে । গচ্ছন্তু দেবতাঃ সৰ্ব্ব দত্ত্ব তু বাঞ্ছিতং বরং । কৈলাসশিখরে রম্যে সংস্থিত। ভবসন্নিধৌ। পূজিতাসি ময়া ভক্ত্য নবন্ধুর্গে সুরার্চিতে। তাং প্রগৃহ বরং দত্ব কুরু ক্রীড়াং যথামুখম্। - অনস্তর শাস্তি আশীৰ্ব্বাদ করিবে ও সায়ংকালে প্রশস্তিবন্দন করিবে । ,