পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৮৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরোহিত-দর্পণ । * १श भe । سbه وb নিষিদ্ধ । মন্ত্রগুলি ব্রাহ্মণ দ্বারা পাঠ করাইয়া নিজে ‘নমো নমঃ’ বলিয়া কাৰ্য্যগুলি করিবে । ব্রাহ্মণাভাবে কেবল নিজে “নমো নমঃ” বলিয়া উক্ত কার্য্যগুলি করিবে । শিবমুষ্টি-ব্রত। নারীগণ পতি-সৌভাগ্যকামনায় এই ব্রত কবিলে । শ্রাবণ মাসের সোমবারে এই ব্রত আরম্ভ করিয়া পাঁচবৎসর ব্ৰতাচরণপূর্বক ষষ্ঠবর্ষে প্রতিষ্ঠা করিবে"। অৰ্দ্ধ মুষ্টি ধান্ত, তণ্ডুল, তিল, মুগ ও গোধুম দ্বারা শিবের অর্চনা করিবে । শ্রাবণমাসে যে কয়ট সোমবার হয়, সেই কয়ট সোমবারেই ব্ৰত করিতে হয়। মাসের প্রথম সোমবারে নারিকেল, দ্বিতীয় সোমবারে মাতুলুঙ্গ, তৃতীয় সোমবারে রস্ত ও চতুর্থ সোমবারে র্কাকুড় ফল উৎসর্গ করিবে । স্ব স্ব বেদোক্তবিধানে ব্রতপ্রতিষ্ঠা কবিরে ; কেবল প্রতিষ্ঠাগৃহের চারিদ্বারে চারিস্তন্ত, প্রত্যেক দ্বার কদলীবৃক্ষে সুশোভিত, উপরিভাগে ঘণ্টা, চামর ও পল্লবাদি দোলিত করিয়া দিবে। গৃহমধ্যে চন্দ্ৰাতপ আচ্ছাদন করিয়া অগুরু, কপূর দ্বারা গৃহ সুবাসিত করবে। প্রতিষ্ঠা সময়ে গৃহমধ্যে শিবের লিঙ্গ-মূৰ্ত্তি স্থাপন করিয়া ষোড়শোপচারে পুজা করিতে হয়। রৌপ্যময় তণ্ডুল ও নারিকেল এবং সুবর্ণময় গোধূম, তিল, মুগ, মাতুলুঙ্গ, রস্তা ও কর্কট ফল দিবে। ব্ৰত-প্রতিষ্ঠা সময়ে ঐ ফল উৎসর্গ করিয়া দিয়া নিয়মন্ত্রে শিবের প্রণাম করিবে,-“নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্ত,ায় শূলিনে। নন্দি-ভূঙ্গি-মহাকালগণযুক্তায় শস্তবে।” করণীয় ব্ৰতকালে সঙ্কল্প করিয়া গণেশাদি দেবতার পুঙ্গাপূর্বক ষোড়শোপচারে শিবদুর্গার পুজা করিয়া দেয় দ্রব্য ও ভোজ্যোৎসর্গ করিয়া কথা শ্রবণ করিবে । ব্ৰত-কথা।– দেবুবাচ। দেবদেব জগন্নাথ জগদানন্দকারক । কৌতুকেনেন্সিতং কিঞ্চিদ্ধৰ্ম্মপ্রশ্নং করোম্যহম্ ।" শ্রাতানি দেবদেবেশ ব্রতানি নিয়মাস্তথা । মহাত্ত্যপি চ তীর্থানি যজ্ঞদানান্তানেকশঃ নাস্তি মে নিশ্চয়ো দেব ভ্রামিতাহং ত্বয়া পুনঃ । কথয়ম্ব মহাদেব যমেগাপ্যং ব্ৰতযুত্তমম্। কেন ত্বং হি ময়া প্রাপ্তস্তপোদানব্ৰতাদিন । অনাদিমধ্যনিধনোভৰ্ত্ত চৈব জগৎ-প্ৰভুঃ ॥