পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরোহিত-দপণ। , >म भं९ ।। "לילא ব্রাহ্মণ বলিবেন,—“ওঁ বৃতোছখি।" . যজমান বলিবেন,-"ওঁ যথাবিহিতং অমুককৰ্ম্ম কুরু ।" । ব্রাহ্মণ বলিবেন,-“ওঁ যথাঞ্জানং করবাপি ।” بیٹھ ব্ৰহ্মা, হোতা, আচাৰ্য্য ও সদস্ত এইরূপ ক্রমে বরণ করার পদ্ধতি আছে। “অমুককর্মকরণায়” স্থলে—“ব্ৰহ্মকৰ্ম্মকরণীয়, ছোত্ৰাদি-কৰ্ম্মকরণায়, আচাৰ্য্য কৰ্ম্মকরণায়, সদস্যকৰ্ম্মকরণায়" এইরূপ বলিতে হয়। : অধিবাসবিধি । আচমনাদি করিয়া পূৰ্ব্ব বা উত্তর মুখ হইয়া স্বস্তিবাচনপূর্বক সঙ্কল্প করিবে-অদ্যামুকে মাসি অমুকপক্ষে অমুকতিথে। অমুকগোত্রস্ত শ্ৰীঅমুকদেবশৰ্ম্মণোহমুককৰ্ম্মাঙ্গীভূতগণপত্যাদিনানাদেবতাপূজাপুৰ্ব্বকং ষষ্ঠীমার্কণ্ডেয়পূজাপূর্বকণ্ডভগন্ধাধিবাসকৰ্ম্মাহং করিষ্যামি । দুর্গোৎসবাদিকার্য্যে দেবতার অধিবাস হইলে, ষষ্ঠীমার্কণ্ডেয়ের পুজা নাই এবং সংকল্পের বাক্য ও কাৰ্য্যাদির কিছু পৃথকৃত্ব আছে । তাহা তত্তত পদ্ধতিতে দেখিবে, তবে প্রশস্তিপাত্রের দ্রব্যাদির মন্ত্র সমস্তই এক । সংকল্প করিয়া সংকল্পের স্বক্তাদি পাঠ করতঃ ঘটস্থাপন করিয়া সামান্যাৰ্য্য স্থাপন পূর্বক গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদিনবগ্রহ, ইন্দ্রাদিদশদিকৃপাল প্রভৃতি দেবতাগণের পূজা করিয়া ষষ্ঠী ও মার্কণ্ডেয়ের ধ্যান পাঠানন্তর যথাবিধি ষোড়শোপচারে পুজা ও প্রণাম করিবে । তৈল-হরিদ্রা, গুবাক, তামুল লরঙ্গাদি নিবেদন করিয়া দিয়া অধিবাস করিবে। অধিবাসের দ্রব্য ঘটে বা নারায়ণ-শিলায় অগ্রে স্পর্শ করাইবে এবং মাটিতে একবার স্পর্শ করাইয়া তৎপুরে র্যাহার অধিবাস, র্তাহার কপালে স্পর্শ করাইয়া প্রশস্তিপাত্রে রাখিবে । সৰ্ব্বশেষে প্রশস্তিপাত্র ঐরূপে একবার স্পর্শ করাইবে । প্রশস্তিপাত্রে যে যে দ্রব্য থাকিবে এবং যাহা দিয়া অধিবাস করিতে হইবে, উৎসমুদয় নিয়ে লিখিত হইল। প্রত্যেক দ্রব্যের পৃথক পৃথক যে মন্ত্র আছে, তাহাও লিখিত হইল। f : . . প্রশস্তিপাত্ৰবন্দন, • 動 মহী গন্ধঃ শিলা ধান্তং দুৰ্ব্ব পুষ্পং ফলং দধি। ধৃতং স্বস্তিকলিপূরং শঙ্খ