পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t g || পুণ্যক-ব্রত। R • ? পুরোহিত বরণ করবে। পরে সংকল্প করিবে । যথা—“বিষ্ণুর্মমোহন্ত মাঘে মাসি শুক্লে পক্ষে ত্রয়োদগুংে তিথাবারভ্য অমুকগোত্রা শ্ৰীঅমুকী দেবী ( বা—দাসী ) স্বামিসৌভাগ্য-শ্ৰীকৃষ্ণতুল্যপুত্রকামী বৎসরং যাবৎ প্রত্যহং তত্তৎফলকামনয় তত্তস্থূদ্রব্যদানপুৰ্ব্বকত্ৰীকৃষ্ণপুজনরূপ-পুণ্যকত্রতমহং করিয়ে ।” এই রূপ সংকল্পান্তে পুরোহিত সংকল্পসূত্রুপাঠ করিয়া ষোড়শোপচারে শ্রীকৃষ্ণের পূজা করিবেন। পূজার পর “বিষ্ণবে নমঃ" মন্ত্রে অষ্টোত্তর শত পারিজাত পুষ্প প্রদান করিবেন । এইরূপ “হরয়ে নমঃ”—লক্ষ শ্বেত চম্পক পুষ্প, “কৃষ্ণায় নমঃ"—লক্ষ নীলোৎপল, “কেশবায় নমঃ”—লক্ষ শ্বেত চামর, “নারায়ণায় নমঃ”—সহস্র রত্ন-দর্পণ, “গোপিকেশায় নমঃ"—সহস্র রত্নাভরণ, “রাধেশ্বরায় নমঃ"–লক্ষ বন্ধক পুষ্প, “গোলোকনাথায় নমঃ"–লক্ষ মুক্ত, “শিবেশ্বরায় নমঃ"—লক্ষ গেণ্ডুক (খুঁটি), “ব্রহ্মেশ্বরায় নমঃ”—লক্ষ রত্নপাশক, "সৰ্ব্বেশ্বরায় নমঃ”— লক্ষ কর্ণভূষণ, “বিশ্বেখরায় নমঃ"-লক্ষ মধুকলস, "কৃষ্ণায় নমঃ"-লহত্র সুধাপূর্ণ রত্নকলস, “গোপিবেশবিধারিণে নমঃ" লক্ষ রত্নপ্রদীপ, “কিশোরবেশায় নমঃ”—সহস্র ধুস্তরকুসুমাকৃতি রত্নপাত্র, “গোরক্ষকায় নমঃ”—সহস্র রত্নময় পদ্মনাল, “গোপাঙ্গনেশায় নমঃ”—লক্ষ রত্নপদ্ম, “দেবেশ্বরায় নমঃ"—লক্ষ রত্নাঙ্গুরীয়ক, “মুনীন্দ্রনাথায় নমঃ”—লক্ষ শ্বেতবর্ণ মণি, “মদনমোহনার নমঃ"—লক্ষ রত্নহার, “সিদ্ধেন্দ্রনাথায় নমঃ"—লক্ষ সুপক্ক শ্ৰীফল, “পদ্মালয়েশায় নমঃ”—লক্ষ বর্ভূলাকৃতি রত্নপাত্র,—“পদ্মনাভায় নমঃ”—রত্নময় নাভির অলঙ্কার, "চক্রপাণয়ে নমঃ”—সহস্র রত্নময় চক্র, “শ্ৰীনিবাসায় নমঃ"-লক্ষ সুবর্ণরত্নময়কুম্ভ, “পদ্মনেত্রায় নমঃ"—লক্ষ স্থলপদ্ম ও জলপদ্ম, “লক্ষ্মীশ্বরায় নমঃ”— সহস্র সুবর্ণময় খঞ্জন পক্ষী, “নারায়ণায় নমঃ”--সহস্র রাজহাস, সহস্র গজ ও লক্ষ রত্নবিচিত্র সুবর্ণছত্র, “বৃন্দাবনায় নমঃ”—লক্ষ মালতী পুষ্প, “নরকহারিণে নমঃ”—লক্ষ মহামূল্য রত্ন দান করিবে । পরে বৎসর পূর্ণ হইলে “মুনীন্দ্রনাথায় নমঃ" মন্ত্রে শুদ্ধস্ফটিক তুল্য লক্ষ উৎকৃষ্ট মণি প্রদান করিলে। “কৃষ্ণায় নমঃ" ৰলিয়া লক্ষ উৎকৃষ্ট মাণিক্য, “হরয়ে নমঃ’ বলিয়া কুষ্মাণ্ড, নারিকেল, জম্বীর ও শ্ৰীফল প্রভূতি দান করিবে । 鼎 ব্ৰতকালে নানাবিধ বাদ্য করিবে, পায়স ও বৃতশর্করাযুক্ত পিষ্টক প্রভূতি মিষ্টার এবং সুগন্ধি পুষ্পের মাল৷ দান করিবে ।